লিডারশিপ হলো এমন এক "সামাজিক প্রভাবের প্রক্রিয়া যার সাহায্যে মানুষ কোনো একটি সার্বজনীন কাজ সম্পন্ন করার জন্য অন্যান্য মানুষের সহায়তা ও সমর্থন লাভ করতে পারে। জিনতত্ত্ববিদ এলান কিথ আরও সর্বব্যাপী একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, "লিডারশিপ হলো মানুষের জন্য একটি পথ খুলে দেওয়া যাতে তারা কোনো অসাধারণ ঘটনা ঘটানোর ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে। প্রাতিষ্ঠানিক বা সামাজিক লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্তর্বর্তী ও বাহ্যিক পরিবেশে প্রাপ্ত সম্পদকে সফলভাবে সমন্বয় সাধন করা ও তা থেকে সর্বাধিক লাভতোলার ক্ষমতাই হলো সঠিক লিডারশিপ।”
|
0 Review(s) for লিডারশিপ