প্রতিটি মানুষের মধ্যে লেখকসত্তা বাস করে। কোনো কিছু দেখলে তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কৌতূহল থেকে একধরনের ভাব সৃষ্টি হয়। ভাবুক মানুষটি তখন সাধারণ থেকে বিশেষ মানুষে রূপন্তরিত হতে থাকে। প্রথমত ভাব পুঁজি করে কিছু লিখতে চেষ্টা করে। একপর্যায়ে সচেতনভাবে পাঠ্যবইয়ের পাশাপাশি বিশেষ বিশেষ বই পড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, লিখতে থাকে, নিজের কথাই লিখতে থাকে। এভাবে পড়তে পড়তে, লিখতে লিখতে লেখক হয়ে যায়। লেখার ভাব কিন্তু কিশোরবেলা থেকেই শুরু হয়। তাই তো রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলার বেশির ভাগ খ্যাতিমান লেখক কিশোরবেলা থেকেই লেখালেখি শুরু করেন। আমরাও তাই করছি। এই বয়সেই কৌত‚হল বাড়তে থাকে। কৌত‚হলই ভাবের প্রথম পর্যায়। ছোটদের জন্য এবারের বিশেষ রচনা হলো ‘লেখক যদি হতে চাও’। প্রস্তুতি নিয়ে কি লেখক হওয়া যায়Ñ প্রশ্ন থাকে। তবে অগ্রগণ্য লেখকের মূল্যবান বাণী আমাদের সাহিত্যের আলোবর্তিকা হতে পারে, কাণ্ডারি হতে পারে। খ্যাতিমান লেখকগণ লেখক হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন এবং এখনও অগ্রগণ্য লেখকগণ দিয়ে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা থেকে। এটি আমাদের জন্য পরম প্রাপ্তি। উপদেশগুলো একত্র করে সবার সমানে আনতে পারছি, এটি আমার জন্যও বড় ভালো লাগার জায়গা। এছাড়াও এখানে আরো কিছু বিষয় যুক্ত করেছি, যা সবাইকে ঋদ্ধ করবে। ‘লেখক যদি হতে চাও’ তাহলে কী করতে হবে। খ্যাতিমান লেখকগণ পড়ার প্রতি জোর দিয়েছেন। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে বলেছেন। কেউ লেগে থাকতে বলেছেন। কারো অনুসরণ-অনুকরণ না করার কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। গ্রন্থটির নামকরণ করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং গ্রন্থটি রচনা করতে উদ্বুদ্ধ করেছেন লেখক প্রকাশক মঈন মুরসালিন। মঈন মুরসালিন সম্পাদিত ‘কানামাছি’ শিশুপত্রিকার জন্যই রচিত এবং প্রকাশ শুরু হয়েছিল। তবে গ্রন্থ হিসেবে প্রকাশিত হলে সবার কাজে লাগবে, এই ভেবেই গ্রন্থ প্রকাশের তাগিদ অনুভব করলাম। প্রকাশের ক্ষেত্রে এগিয়ে এসেছেন, কারুবাক প্রকাশনার স্বত্বাধিকারী বন্ধু প্রকাশক গোলাম কিবরিয়া, তার নিকট কৃতজ্ঞ। প্রতিটি মানুষের মধ্যে লেখকসত্তা বাস করে। কোনো কিছু দেখলে তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কৌতূহল থেকে একধরনের ভাব সৃষ্টি হয়। ভাবুক মানুষটি তখন সাধারণ থেকে বিশেষ মানুষে রূপন্তরিত হতে থাকে। প্রথমত ভাব পুঁজি করে কিছু লিখতে চেষ্টা করে। একপর্যায়ে সচেতনভাবে পাঠ্যবইয়ের পাশাপাশি বিশেষ বিশেষ বই পড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, লিখতে থাকে, নিজের কথাই লিখতে থাকে। এভাবে পড়তে পড়তে, লিখতে লিখতে লেখক হয়ে যায়। লেখার ভাব কিন্তু কিশোরবেলা থেকেই শুরু হয়। তাই তো রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলার বেশির ভাগ খ্যাতিমান লেখক কিশোরবেলা থেকেই লেখালেখি শুরু করেন। আমরাও তাই করছি। এই বয়সেই কৌত‚হল বাড়তে থাকে। কৌত‚হলই ভাবের প্রথম পর্যায়। ছোটদের জন্য এবারের বিশেষ রচনা হলো ‘লেখক যদি হতে চাও’। প্রস্তুতি নিয়ে কি লেখক হওয়া যায়Ñ প্রশ্ন থাকে। তবে অগ্রগণ্য লেখকের মূল্যবান বাণী আমাদের সাহিত্যের আলোবর্তিকা হতে পারে, কাণ্ডারি হতে পারে। খ্যাতিমান লেখকগণ লেখক হওয়ার জন্য কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন এবং এখনও অগ্রগণ্য লেখকগণ দিয়ে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা থেকে। এটি আমাদের জন্য পরম প্রাপ্তি। উপদেশগুলো একত্র করে সবার সমানে আনতে পারছি, এটি আমার জন্যও বড় ভালো লাগার জায়গা। এছাড়াও এখানে আরো কিছু বিষয় যুক্ত করেছি, যা সবাইকে ঋদ্ধ করবে। ‘লেখক যদি হতে চাও’ তাহলে কী করতে হবে। খ্যাতিমান লেখকগণ পড়ার প্রতি জোর দিয়েছেন। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে বলেছেন। কেউ লেগে থাকতে বলেছেন। কারো অনুসরণ-অনুকরণ না করার কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। গ্রন্থটির নামকরণ করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং গ্রন্থটি রচনা করতে উদ্বুদ্ধ করেছেন লেখক প্রকাশক মঈন মুরসালিন। মঈন মুরসালিন সম্পাদিত ‘কানামাছি’ শিশুপত্রিকার জন্যই রচিত এবং প্রকাশ শুরু হয়েছিল। তবে গ্রন্থ হিসেবে প্রকাশিত হলে সবার কাজে লাগবে, এই ভেবেই গ্রন্থ প্রকাশের তাগিদ অনুভব করলাম। প্রকাশের ক্ষেত্রে এগিয়ে এসেছেন, কারুবাক প্রকাশনার স্বত্বাধিকারী বন্ধু প্রকাশক গোলাম কিবরিয়া, তার নিকট কৃতজ্ঞ।
Title | লেখক যদি হতে চাও |
Author | হাসান রাউফুন, Hasan Raufoon |
Publisher | কারুবাক, Karubak |
ISBN | 9789849301301 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 288 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for লেখক যদি হতে চাও