যােগাযােগ দক্ষতা বৃদ্ধির উপর অনেকদিন। ধরেই প্রশিক্ষণ দিয়ে আসছি আর সেই থেকেই ভাবনা- প্রশিক্ষণকে আরেকটু সহজভাবে সারা দেশের পাঠকদের কাছে। কীভাবে পৌছে দেওয়া যায়। আর সেখান ' থেকেই আমাদের কাজ শুরু করা। এই বইটিতে শুধুমাত্র আমরা যােগাযােগ দক্ষতা। নিয়ে কাজ করছি না, সাথে আমরা। যােগাযােগ দক্ষতা থেকে নেতৃত্ব পর্যন্ত পুরাে পথটাকে কল্পনায় নিয়ে এসেছি আর সেখানে একজন নেতার কি কি গুণ থাকতে হয় তা। বিবেচনা করলে দেখা যাবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলাে একজন নেতাকে খুব ভালাে সম্পর্ক ব্যবস্থাপনায় পারদর্শী হতে। হয়। তাই কোনাে সম্পর্ক তৈরির ক্ষেত্রে। অন্যতম একটি বিষয় হলাে যােগাযােগ। দক্ষতা। আর এখানে আমরা যােগাযােগ দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনা, নেতৃত্ব-এর। কলাকৌশল এই তিনটি বিষয়ের সংমিশ্রণে। একটা যাত্রা বর্ণনা করেছি।
Title | কমিউনিকেশন স্কিল |
Author | নিয়াজ আহমেদ , মোঃ জামাল উদ্দিন জামি , সাদিয়া তাসমিয়া, Niaz Ahmed, Md. Jamal Uddin Jami, Sadia Tasmia |
Publisher | স্টুডেন্ট ওয়েজ |
ISBN | |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for কমিউনিকেশন স্কিল