ইহান ভাই!”অরিনের ডাকে আনমনে জবাব দেয় ইহান, “বল।”“আমার দিকে কি তাকানো যায় না? আমি কি দেখতে এতটাই খারাপ? ”“জোছনা বিলাসেই যেখানে ভয় হয়, সেখানে সূর্যের আলোয় শরীর পোড়ানো ইচ্ছে বা সাহস কে দেখায়?”“তবে তাকে লুকিয়ে কেন দেখো?”“মালির দায়িত্ব ফুলের যত্ন নেওয়া, ফুলকে নিজের বলে দাবি করা নয়। এমনকি ফুলের পাপড়ি ছুঁয়ে দেওয়াও তার জন্য নিষিদ্ধ, ঘোর বারণ।”“কিছু ফুল ছুঁয়ে দিলে দোষ কোথায়?”“দোষ হলেও মানা যেত! ছুঁয়ে দিলে দোষ নয় কলঙ্ক লেগে যাবে সুন্দর ফুলের গায়।”“এমনই যদি হয়, তবে আমি কলঙ্কিত হতে চাই তার ছোঁয়ায়।
Title | স্মরণিকা |
Author | সমুদ্রিত সুমি, Somudrito Sumi |
Publisher | নবকথন, Nobokothon |
ISBN | 9789849774440 |
Edition | 1st Published, 2023 |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for স্মরণিকা