• 01914950420
  • support@mamunbooks.com

চতুর্থ সংস্করণের মুখবন্ধ

বইখানির পূর্ববর্তী সংস্করণ প্রকাশিত হইবার পর ইতিমধ্যে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর পরিবর্তন ও সংশোধন হয়েছে। সেই সকল পরিবর্তন। সংশোধন বর্তমান সংস্করণে যথাযথভাবে সংযোজন করিয়া বইখানি নতুন আঙ্গিকে প্রকাশ করা হইল আইন একটি জটিল বিষয়, লেখক নিজে তাঁহার বইয়ের সংশোধন ও সংযোজনের কাজ করিলে সঠিক কাজ করা হয়। মূল লেখকের অবর্তমানে অন্য কোন লেখকের পক্ষে এই কাজটি খুবই দুরুহকাজ এ কথা সত্য যে, আমাদের দেশে আইন পেশায় অনেক গুনীজন আছে কিন্তু আইন পেশা অপেক্ষা বই লেখার কাজ তাহাঁদের জন্য অলাভজনক বিবেচিত হওয়ায় উল্লেখযোগ্য তেমন কোন গুণী আইনজীবী এ পথেই আসে নাই ।

বইটি প্রকাশে আমার সহধর্মীনি লুৎফুন নাহার রিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সে জন্য আমি তাঁর কাছেও কৃতজ্ঞ। বইটির পাণ্ডুলিপি প্রণয়নে আমার গোপনীয় সহকারী জনাব মোহাম্মদ নুর নবী যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তাছাড়া বইটির মুদ্রণে সংগতি প্রিন্টার্স প্রেসের স্বত্ত্বাধিকারী এবং প্রেসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ যে সহয়তার পরিচয় দিয়েছেন, সে জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি জনাব জাহিদুল হোসেন সুমন, সুমন ল' বুক সিন্ডিকেট বইটি প্রকাশের দায়িত্ব গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তদুপরি ব্যাপক বিষয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে যেয়ে হয়ত কোন অস্পষ্টতা থেকেও যেতে পারে। এছাড়াও কোথাও কোন ভুল-ত্রুটি থাকলে তাহা সংশোধনে আপনাদের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য । আমার এই প্রচেষ্টা যদি আপনাদের কর্মক্ষেত্রে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমি আমার এই পরিশ্রম স্বার্থক বলে মনে করব। পরিশেষে পরম করুনাময় দয়ালু দাতা ও মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহতালার নাম স্মরপূর্বক শেষ করলাম । ধন্যবাদ ।

(তারিকুল আলম)

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নোয়াখালী

Title জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন , ১৯৫০
Author
Publisher সুমন ল' বুক সিন্ডিকেট
ISBN
Edition 4th Edition : 10 March 2019
Number of Pages 360
Country Bangladesh
Language Bengali,
তরিকুল আলম, Tarikul Alam
তরিকুল আলম, Tarikul Alam

Related Products

Best Selling

Review

0 Review(s) for জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন , ১৯৫০

Subscribe Our Newsletter

 0