ক্রমশ ছোটো হয়ে আসছে পৃথিবী। প্রায়ই ভাবি, কখন না ডাক আসে! কখন না পাড়ি জমাই না-ফেরার দেশে! প্রায়ই তাই ভাবি, কত স্মৃতি জমা হয়েছে আনন্দ-বেদনার, দুঃখ-সুখের, সেগুলো একটু শেয়ার করি। পুলিশি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে দেখি পেশাগত জীবনের সাথে একাকার হয়ে গেছে ব্যক্তিগত আর পারিবারিক জীবন। কারণ, পুলিশের চাকরি আর দশটা নয়টা-পাঁচটার চাকরির মতো নয়, একটু আলাদা। আমি লেখক নই, তাই লেখার ব্যাকরণ মেনে চলার দায়বদ্ধতাও আমার কম। আমি বড়োজোর জীবনের গল্প বলি; সে গল্পে পেশা, পুলিশিং, পরিবার আর প্রতিবেশ- সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশিং আমার শুধু পেশা নয়, কিছুটা নেশাও বটে। আর নিজের মতো করে টুকটাক লেখালেখি আমার ভালোলাগার বিষয়। আমার মতো নিতান্তই অলেখকের এই জগাখিচুড়ি লেখা কারও যদি ভালো লাগে, তো আমার ভালো লাগবে। না লাগলেও ক্ষতি নেই। কারণ, পাখি যেমন করে কাউকে মুগ্ধ করার জন্য নয়, নিজের মতো করে গান গায়, আমিও তেমনি আমার ভালোলাগা থেকেই লিখি। পুলিশিংই আমার চেনা পথ। আর আমি আমার এই পথকে ভালোবাসি- ভীষণ ভালোবাসি। তাই তো সর্বান্তঃকরণে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ, তাতে খেলে যায় রৌদ্র আর ছায়া, তাতে আসে বর্ষা আর বসন্ত। আমার এই পথ চলাতেই আনন্দ।
Title | পথ চলাতেই আনন্দ |
Author | মো. মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার),Md. Moniruzzaman BPM (bar) PPM (bar) |
Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স লি. |
ISBN | 9789849883647 |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 432 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for পথ চলাতেই আনন্দ