ভূমিকা
আলহামদুলিল্লাহ। সেজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তায়, যার অশেষ কৃপায় আমার লেখা প্রথম বই “ ইংলিশে দূর্বলদের জন্য English Therapy" বইটি হাজার হাজার পাঠকের আস্থা অর্জন করেছে এবং তাদের ইংলিশের মজবুত ভিতি তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করেছে (আলহামদুলিল্লাহ)। আমি নিজেও ইংলিশে দুর্বল ছিলাম। নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে গিয়ে অনেকগুলো কোর্স করেছি, অনেক লেখকদের বই পড়েছি এবং শত শত ভিডিও লেমন দেখেছি। এসব থেকে যতটুকু আয়ত্ব করতে পেরেছি তাই পাঁচ বছর ধরে আমার শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করেছি, এখনও করছি। শিখতে গিয়ে ও শেখাতে গিয়ে যতটুকু আয়ত্ব করার সৌভাগ্য হয়েছে ঠিক ততটুকুই আমার দুটি বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।
“শুধু বই পড়ে ইংলিশে দক্ষ হওয়া যায় না' কোনো একটি ভাষা এবং ঐ ভাষার ব্যাকরণ আয়ত্ব করার জন্য প্রয়োজন নিয়মিত ও পরিকল্পিত চর্চা। সহজ ভাষায় লেখা এই বই এ লেসনভিত্তিক ইউটিউবে ভিডিও ক্লাস ও প্রবলেম সলভিং লাইভ ক্লাসই হলো সেই পরিকল্পিত চর্চার সঠিক গাইডলাইন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ইংলিশ আমারে অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে রচিত এই বই ও বইভিত্তিক ইউটিউবে ভিডিও লেসন যে কোনো পর্যায়ের একজন শিক্ষার্থীর ইংলিশ গ্রামারের ভয় দূর করবে এবং বাস্তব জীবনে। গ্রামারের প্রয়োগ শিখতে কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমার দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা ও গ্রামার এক্সপার্টদের পরামর্শের আলোকে বইটিকে এমনভাবে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে যাতে একজন দুর্বল শিক্ষার্থীও বইটি পড়ে উপকৃত হতে পারে। বইটিতে রয়েছে প্রতিটি কঠিন বিষয়ের সহজ সংজ্ঞা, উদাহরণসহ সাবলীল ব্যাখ্যা, প্রকারভেদ এবং এক্সারসাইজ, যা সত্যিই সহজে আয়ত্ব করার মত। আমাদের অনেকের মধ্যেই গ্রামারের ভীতি রয়েছে, সে বিষয়টিকে মাথায় রেখেই বইটি লেখা হয়েছে এবং পর্যাপ্ত বাংলা অর্থসহ উদাহরণ সংযুক্ত করা হয়েছে। যিনি কেবল ইংলিশ দেখে পড়তে পারেন তিনিও এই বইটি পড়ে এবং ভিডিওগুলো দেখে উপকৃত হবেন বলেই আমার বিশ্বাস।
বিশেষ করে যারা স্কুল-কলেজে পড়াশুনা করছেন বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন, বিসিএস বা জব ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি গ্রামার মুখস্ত করার পরিবর্তে এর মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝে-শুনে আয়ত্ব করতে চান তাহলে প্রত্যেকের কাছে এই বইটি থাকা উচিত। বাস্তব জীবনে ও বিভিন্ন পরিক্ষায় প্রয়োজন এমন সবগুলো টপিকসহ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এই বইয়ে। আমি ইংলিশ বিভাগের শিক্ষার্থী নই, নিজে নিজে বই পড়ে, ভিডিও দেখে ও স্যারদের কাছ থেকে যতটুকু শিখেছি তাই এই বইয়ে উপস্থাপন করেছি।
বইয়ের মধ্যে ভুল-ত্রুটি কিংবা টাইপিং মিসটেক আপনাদের নজরে আসলে আমাদেরকে ই-মেইল বা ম্যাসেজ করে জানালে আমরা পরবর্তী সংস্করণে অবশ্যই সংশোধনী আনবো, ইন্শাআল্লাহ। বইটি পড়ে শিক্ষার্থীরা যদি সামান্যতমও উপকৃত হন তবেই আমার ও আমাদের টিমের দিন-রাত প্রচেষ্টা স্বার্থক হবে।
আপনাদের জীবন সুখময়, নিরাপদ ও সফল হোক।
সাইফুল ইসলাম
+8801750853198, fb/engr.saiful198 engrsaiful198@gmail.com
Title | ENGLISH GRAMMAR |
Author | সাইফুল ইসলাম, Saiful Islam |
Publisher | ইংলিশ থেরাপি |
ISBN | |
Edition | প্রথম প্রকাশ ; ফেব্রুয়ারি - ২০২২ |
Number of Pages | 640 |
Country | Bangladesh |
Language | Bengali, English, |
0 Review(s) for ENGLISH GRAMMAR