সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যার অশেষ কৃপায় মাৎস্যবিজ্ঞান বইখানি রচনা ও প্রকাশ করতে পেরেছি। জাতীয় বিশ্বদ্যিালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (মাৎস্যবিদ্যা)-এর সিলেবাসের আলোকে বইখানি রচনা করা হয়েছে। বইখানি রচনায় অনেক দেশী-বিদেশী বই, সাময়িকী, গবেষণা ও পত্র পত্রিকার সহায়তা নিয়েছি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাক সাময়িকীর চার্ট ও তথ্য নিয়েছি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটিতে সিলেবাসে বর্ণিত অগ্রসর জীববিজ্ঞান অংশে চারটি অধ্যায়ে (১-৪) যথাক্রমে জীববিদ্যা ও সম্পদ সংরক্ষণ মানব বাস্তুবিদ্যা, জনগোষ্ঠীর বাস্তবিদ্যা, বংশগতীয় বাস্তুবিদ্যা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মাৎস্যবিজ্ঞানের অন্তর্ভুক্ত তিনটি অংশে মোট চৌদ্দটি অধ্যায় যথাক্রমে- মৎস্যবিদ্যা, মৎস্য শ্রেণিবিন্যাসবিদ্যা, মৎস্যজীবতত্ত্ব, মৎস্য জনতা গতিবিদ্যা, মৎস্য রোগতত্ত্ব ও পরজীবীবিদ্যা, মাৎস্যবাস্তবিদ্যা, লিমনোলজি, সমুদ্রবিজ্ঞান, জলজ চাষ, মৎস্য পুষ্টি, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য আহরণ প্রযুক্তি, মাৎস্য সম্পদ ও ব্যবস্থাপনা, সম্প্রসারণ অর্থনীতি, অর্থসামাজিক, বাজারজাতকরণ, সমবায় সমিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। বইটির শেষ অংশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী মাস্টার্স শেষ বর্ষ মাৎস্য শাখার জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা ও করণীয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা মনে করি এতে করে বইটি পূর্ণাঙ্গতা পেয়েছে। বইখানি আধুনিকীকরণে ইন্টারনেটের সাহায্য নেয়া হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, চার্ট, ছবি, সংযোজনে আধুনিক তথ্য প্রযুক্তির বিশেষ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে তথা বুঝার সুবিধার জন্য প্রতিটি বিষয়কে সুবিন্যস্তভাবে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে জটিল ও কঠিন শব্দ পরিহার করা হয়েছে। আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রাণিবিদ্যা বিষয়ের সকল প্রয়াত, প্রাক্তন ও বর্তমানে কর্মরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং মাৎস্য শাখার স্নেহাস্পদ ছাত্র- ছাত্রীবৃন্দকে। এদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে বইটির উৎকর্ষ সাধনে পরামর্শ দিয়েছেন, ভুলত্রুটি সংশোধন করেছেন এবং বিভিন্ন লেখকের বইপুস্তক সরবরাহ করে সাহায্য করেছেন, আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
Title | মাৎস্যবিজ্ঞান Fisheries |
Author | ড. স্বপন কুমার দত্ত, Dr. Swapan Kumar Dutta |
Publisher | মল্লিক ব্রাদার্স |
Translator | N-A |
ISBN | 9848272933 |
Edition | Reprinted, June 2023 |
Number of Pages | 1200 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for মাৎস্যবিজ্ঞান Fisheries