নজরুলকে ভালোবেসে জাত-কুল ছেড়েছিলেন আশালতা। কবি তাঁর নাম রেখেছিলেন প্রমীলা। সমাজের ভ্রুকুটি, অজস্র নিন্দা-মন্দ সহ্য করতে হয়েছিল তাঁকে। শুধু পাশে ছিলেন মা গিরিবালা। খ্যাতিমানের সঙ্গে প্রেম বিষয়টি কল্পনায় রোমাঞ্চকর মনে হতে পারে, কিন্তু তাঁর সঙ্গে সংসারের দৈনন্দিনতায় জড়ানো কতটা কঠিন, এক জীবনের প্রতিটি মুহূর্তে তা উপলব্ধি করেছেন প্রমীলা। একদিকে পুরো দেশ কাঁপিয়ে তুলছেন বিদ্রোহী কবি, অন্যদিকে প্রেমিক কবির সঙ্গে বিভিন্ন নারীর নানামাত্রার সম্পর্ক তাঁর স্ত্রীর জীবন করে তুলছে যেন অপার সমুদ্রে এক দিশাহীন জলযান। প্রেম ও বিরহ, সংগ্রাম ও সাফল্য, বৈভব ও দারিদ্র্য ছাপিয়ে নজরুলের উত্থান-পতনময় জীবনে চির-অবিচ্ছেদ্য নাম আশালতা।
Title | আশালতা |
Author | বিশ্বজিৎ চৌধুরী, Bisshojit Chowdhuri |
Publisher | প্রথমা প্রকাশন |
ISBN | |
Edition | 2023 |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আশালতা