যিনি স্বয়ং অভাবনীয়, তাঁর সবকিছু যেন চিরায়ত ভাবনা, বচন, পারিপার্শ্বিকতা... সবকিছুই নির্বাচিত। সেই পুরুষ যিনি বৃক্ষের সমান উদারতা নিয়ে বিস্তার করেন, যাঁর স্পর্শে রাতের দুয়ার খুলে ভোর আসে, দূর হয় দুঃখতিমিরের গান; তাঁর লেখমালা নিয়েও চলা যায় দিগন্ত অপার। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসাসিক বর্ষার রং ছড়িয়ে পড়া তেমন কিছু লেখা যখন অনেক খোঁজাখুঁজির পর পেলাম, পড়তে গিয়ে মনে হলো দুঃখ আর স্মৃতির আবহ একসঙ্গে চলছে। কষ্টগুলো স্মৃতির সড়কে হেঁটে হেঁটে আসছে তাঁর কাছে। তিনি যখন লিখছিলেন এইসব, প্রগাঢ় প্রাণের পরিভাষায় মুদ্রিত হচ্ছিল পূর্বকালের রোদগুলো। আর স্মৃতি তো এমন এক অদ্ভুত বাস্তব মায়া, যেটা ছিল এখন নেই, অসমাপ্ত এক দূরের হাতছানি। সেই বর্ণনায় ধরা দিচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তফাজ্জল হোসেন (মানিক মিয়া)। যারা একসঙ্গে বহুকাল বাংলাকে ভালোবেসেছেন, রাজপথে উড়িয়েছেন ধুলো, দেখেছেন স্বাধীনতার স্বপ্ন; তাঁরা যখন বাঁধা পড়েন বিচ্ছিন্নতার সুরে, তখন বিষাদের রঙে সব ঢেকে যায়। সেই কথাগুলো বলতে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেছেন জীবনের অনেক কিছু ।
Title | স্মৃতির মিছিল |
Author | শেখ মুজিবুর রহমান, Sheikh Mujibur Rahman |
Publisher | বেহুলাবাংলা প্রকাশন |
ISBN | |
Edition | প্রথম প্রকাশ : আগস্ট - ২০২২ |
Number of Pages | 120 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for স্মৃতির মিছিল