ছন্দ, প্রকরণ আর নির্মাণের দিক থেকে নিটোল কবিতাই লিখেছেন ওমর কায়সার। এ কাব্যগ্রন্থ আমিহীন আমার ছায়াগুলো তেমন কবিতারই আরেকটি নিদর্শন। প্রাত্যহিকতা থেকে দূরের অন্য এক ভাবনাবিশ্বে টেনে নেন তিনি পাঠককে। কবিতার স্পর্শে পরিপার্শ্ব অবলুপ্ত হয় তখন। কী বলা যায় একে? সম্মোহন কিংবা টেনে ধরবার ক্ষমতা? গুণবিচারি পাঠকের কাছেই আছে এর উত্তর। কালিদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রায় সব কবির কাছেই জীবনের প্রধান অনুষঙ্গ ছিল প্রেম আর প্রকৃতি। এই দুইয়ের বিস্তারের মধ্যে এঁটে যায় জীবনের বিস্ময় ও বিপন্নতা। এ গ্রন্েথর ৪৭টি কবিতায় ঘুরেফিরে এসেছে এসব অনুষঙ্গ। প্রকৃতি ও মানুষের কাছে এসে নতুন এক ইশারা শুনতে চেয়েছেন কবি। জলের গভীর থেকে উঠে আসা এক বিস্ময়াভিভূত মাছের চোখে যেন পৃথিবীকে দেখছেন। লিখেছেন, ‘গভীরের মাছ/ কয়েক পলক মাত্র শূন্যে ভাসো/ নীল দেখো উড়ুক্কু হবার সাধে।/ তারপর রুপালি ঝিলিক দিয়ে/ ফিরে যাও জলের আবাসে।’ কবিতা যাপন করেন যারা, আমিহীন আমার ছায়াগুলো তাদের জন্য এক নতুন প্রাপ্তিযোগ।
Title | আমিহীন আমার ছায়াগুলো |
Author | ওমর কায়সার, Omar Kaiser |
Publisher | প্রথমা প্রকাশন |
ISBN | 9789845250924 |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আমিহীন আমার ছায়াগুলো