পলাশীর যুদ্ধ বাঙালির আবেগ ও ইতিহাসের সঙ্গে সমান্তরালভাবে একাত্ম। যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পরাজয় বণিক ইংরেজদের রাজায় পরিণত করে। এরই পথ ধরে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় ঔপনিবেশিক শাসন। গত ১৫০ বছরে পলাশী নিয়ে রচিত হয়েছে বহু নাটক আর কাব্য। এ নিয়ে ইতিহাস লিখেছেন ভারতবর্ষ ও ইউরোপের পণ্ডিতেরা। বহু ভাষায় রচিত এসব ইতিহাসগ্রন্েথর প্রণেতা একদিকে ইতিহাসবিদ, অন্যদিকে এই যুদ্ধের প্রত্যক্ষদর্শীরা।
পলাশীর যুদ্ধে ইংরেজ রাজকীয় বাহিনীর মেজর করনেইলির একগুচ্ছ পত্র নিয়ে লন্ডন থেকে ১৯৬৬ সালে প্রকাশিত হয়েছে ঔড়ঁৎহধষ ড়ভ সু ঝবৎারপবং রহ ওহফরধ। এই বিবরণ এখন পর্যন্ত কোনো বাংলা ইতিহাস গ্রন্েথ ব্যবহৃত হয়নি। করনেইলির বিবরণীর মূল বিষয়গুলো নিয়ে তৈরি বর্তমান গ্রন্থটি পলাশীর যুদ্ধ ও ভারতবর্ষে ইংরেজ শাসন এবং তৎকালীন বৃহত্তর বঙ্গের জীবনধারা সম্বন্ধে নতুন আকরগ্রন্থ। ২৫টি চিত্র ও ৫টি মানচিত্র পাঠককে পলাশী, ইংরেজ শাসন ও বঙ্গের তৎকালীন জনজীবন সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেবে।
Title | পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি |
Author | সৈয়দ মোহাম্মদ শাহেদ, Syed Mohammad Shahed |
Publisher | প্রথমা প্রকাশন |
ISBN | 9789845250122 |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি