আমেরিকা মুসলিমদের আবিষ্কার
আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস! আমরা এভাবেই জেনে এসেছি, এভাবেই অবগত করানো হয়েছে আমাদের। নৌ-ক্রুসেডের চেতনা নিয়ে সমুদ্রে নামা কলম্বাস ভারত যেতে পৌঁছে গিয়েছিলেন আমেরিকায়। এ থেকেই মনে করা হয় তার দ্বারা আমেরিকা আবিষ্কৃত হয়েছে। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা।
কলম্বাসের বহু আগে থেকেই মুসলিমরা জানতেন আটলান্টিকের পশ্চিমে আছে ‘আরজে মাজহুলা’ তথা এক অজ্ঞাত রাজ্যের অবস্থান। মুসলিম নাবিকরা সে অজ্ঞাত রাজ্যে কয়েকবার পদার্পণও করে ফেলেছিলেন ইতিমধ্যে। আল বেরুনি তো কলম্বাসের সমুদ্রযাত্রার কয়েকশ বছর আগেই পৃথিবীর সামনে এই অজ্ঞাত রাজ্যের জানান দিয়ে রেখেছিলেন।
গ্রন্থটিতে হারিয়ে যাওয়া সেই ইতিহাস বহু ঐতিহাসিক সূত্র ও প্রমাণপঞ্জির মাধ্যমে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করা হয়েছে। ইতিহাসের গভীরে গিয়ে নৌ-ক্রুসেড উন্মোচন এবং কলম্বাসের ক্রুসেডীয় চেতনাকে প্রমাণ করা হয়েছে। আমেরিকায় প্রাচীন মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিচালিত এথনিক ক্লিনজিংকেও (জাতিগত নিধন) সামনে আনা হয়েছে, যেটা ছিল আন্দালুসিয়ার মতো মুসলিম সভ্যতার দুঃখজনক আরেকটা ট্রাজেডি। আর এর মাধ্যমে পশ্চিমাদের চিত্রিত ইতিহাসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হলো।
শিকড় ভুলতে বসা ও অস্তিত্বজ্ঞান-হারানো মুসলিম প্রজন্মের কাছে এ বই হবে এক আকরগ্রন্থ। এটি পাঠ করলে শুধু আমেরিকা আবিষ্কারের ইতিহাসজ্ঞান লব্ধ হবে এমন নয়, একজন মুসলিম হিসেবে পাঠক তার ইমানি সত্তাকে জাগিয়ে তোলারও খোরাক পাবেন। আর গ্রন্থটি থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবেন ইতিহাস-গবেষক ও ছাত্ররা—ইনশাআল্লাহ।
Title | আমেরিকা মুসলিমদের আবিষ্কার |
Author | মুসা আল হাফিজ, Musa Al Hafiz |
Publisher | কালান্তর প্রকাশনী |
ISBN | 9789848871967 |
Edition | এপ্রিল ২০১৮ |
Number of Pages | 112 |
Country | Bangladesh |
Language | Bengali, English, |
0 Review(s) for আমেরিকা মুসলিমদের আবিষ্কার