শিল্পী আমিনুল ইসলামের (১৯৩১-২০১১) মৃত্যুর অব্যবহিত পরে কালি ও কলম একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। তাঁর সৃজন, ব্যক্তিত্ব ও বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে আধুনিকতার পথনির্মাণে তাঁর ভূমিকা সম্পর্কে তাতে আলোকপাত করা হয়েছিল। এছাড়া ছিল তাঁর বন্ধু, আত্মজন ও অনুরাগী বিদ্যার্থীদের স্মৃতি। সংখ্যাটি বৃহত্তর পাঠক সমাজে আদৃত হয়েছিল। আমিনুল ইসলাম এদেশের চিত্রকলা আন্দোলনে মেধা, মনন ও নিত্যনব উদ্ভাবনী কৌশল দিয়ে এক নবীন মাত্রা সঞ্চার করেছিলেন। একাগ্রচিত্ত সাধনার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ। ইতালিতে শিক্ষাগ্রহণের পর তাঁর সৃজনে নতুন ধারা আধুনিকতার পথনির্মাণে হয়ে উঠেছিল উজ্জ্বল প্রকাশের মনোগ্রাহী সৃষ্টি। এদেশের প্রথম প্রজন্মের উজ্জ্বল এই চিত্রী পঞ্চাশের দশকেই তাঁর সৃজনের দ্বারা এদেশের শিল্পানুরাগীদের হৃদয়ে উজ্জ্বল এক আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এই সময়ে তাঁর ড্রইং ও জলরঙে করা কাজে তাঁর শক্তিমত্তার সৃস্পষ্ট স্বাক্ষর আছে। পঞ্চাশের প্রারম্ভেই তিনি এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হন।
Title | অনন্য আমিনুল ইসলাম |
Author | আবুল হাসনাত,Abul Hasnat |
Publisher | বেঙ্গল পাবলিকেশন্স |
ISBN | 9789843354471 |
Edition | 1st Published, 2012 |
Number of Pages | 314 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for অনন্য আমিনুল ইসলাম