১৯২২ সাল।
 উত্তরাধিকার সূত্রে গ্রামে কিছু জমি পায় আরলেট জেমস। পুরনো দিনের স্মৃতি আর নিস্তরঙ্গ গ্রামীণ জীবনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে সে। তাই বসতবাড়িসহ সমস্ত জমি বিক্রি করে শহরে গিয়ে নতুন জীবনের পথচলা শুরু করার ইচ্ছে জাগে তার অন্তরে।
কিন্তু সহজে কি আর স্বপ্ন পূর্ণ হয়?
 আরলেটের সেই আকাঙ্ক্ষার পথে বাঁধা হয়ে দাঁড়ায় তার আপনজনেরা—যাঁরা গ্রাম ছেড়ে অজানার পথে পা বাড়াতে একেবারেই রাজি নন। উত্তরাধিকার, পারিবারিক বন্ধন, আর অজানার ভয়—সব মিলিয়ে আরলেটের সামনে তৈরি হয় এক জটিল দ্বন্দ্ব।
শহরের আলো-ঝলমল জীবনের আহ্বান আর গ্রামীণ মাটির শেকড়—এই দুইয়ের টানাপোড়েনে আবদ্ধ হয়ে যায় আরলেটের স্বপ্নযাত্রা। ঠিক কোন পথে এগোবে সে? জমি বিক্রি করে শহরমুখী হবে, নাকি থেকে যাবে উত্তরাধিকারসূত্রে পাওয়া শেকড়-গাঁথা সেই গ্রামেই?
| Title | ১৯২২ | 
| Author | স্টিফেন কিং,Stifen King | 
| Publisher | আফসার ব্রাদার্স | 
| Translator | ইশরাক অর্ণব, Ishraq Arnab | 
| ISBN | 9789848018573 | 
| Edition | 1st Published, 2020 | 
| Number of Pages | 156 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                                                 
                                                            






0 Review(s) for ১৯২২