ভাষার দেহে উৎপাদন-সম্পর্কের ময়লা জড়ো হতে থাকে । বলা যাবে, ভাষা আগেভাগেই ময়লা হয়ে আছে। আর উৎপাদন-সম্পর্ক মানেই কেবল অর্থনৈতিক সম্পর্ক নয়। বা উৎপাদন বলতে কেবল পণ্যোৎপাদন বোঝাবো না, যদিও তা জরুরি। যেহেতু মানুষের কাজ একটি নয়, তার উৎপাদন-সম্পর্কও একটি নয়। ‘দিগন্ত'-এর রূপক ব্যবহার করে আমরা বলতে পারি যে, উৎপাদন-সম্পর্কের দিগন্ত মানুষের অনুশীলনের সমগ্রকে ধারণ করে। তাহলে মানুষ কী কী কাজ করে তার সঙ্গে সে কী ধরনের ভাষা ব্যবহার করে তার যোগাযোগ রয়েছে, যদিও সে যোগাযোগ মোটেই যান্ত্রিক নয়। এও বলা যাবে, কাজ ও চৈতন্যের বা জীবন ও চেতনার কিংবা বস্তু ও ভাবের মধ্যস্থতা করে ভাষা। ভাষার ৯৯টা নাম দেয়া সম্ভব। তবে এখানে ভাষার একটা গুরুত্বপূর্ণ নাম বলে দেয়া যাক: ‘মধ্যস্থতাকারী'।
Title | দর্শনাখ্যান |
Author | আজফার হোসেন,Azfar Hossain |
Publisher | সংহতি প্রকাশন |
ISBN | |
Edition | 2019 |
Number of Pages | 152 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for দর্শনাখ্যান