বাংলাদেশ এশিয়ার কয়েকটি বড় নদনদী, যথা ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা নদীর মিলনস্থল। এই নদীগুলি বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এদের অববাহিকাগুলি দক্ষিণ এশিয়ার মধ্য, উত্তর ও পূর্ব অংশ এবং হিমালয় পর্বতমালাকে নিয়ে পরস্পরের পাশাপাশি অবস্থিত। এই অববাহিকাগুলির মোট আয়তন ১০,৮৭,০০০ বর্গ কিলোমিটার। গঙ্গা নদীর উৎপত্তি হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢাল থেকে, তবে এর উপনদীগুলি হিমালয় পর্বতমালা এবং মধ্য ভারতের উচ্চভূমি থেকেও উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হিমালয় পর্বতমালার উত্তর ঢাল থেকে, চিনের তিব্বতে। এর উপনদীগুলি কৈলাস পর্বত, তিব্বত মালভূমি, হিমালয় পর্বতমালা, নাগা পাহাড়, লুসাই পাহাড় এবং গারো ও জৈন্তিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। মেঘনা নদীর উৎপত্তি নাগা পাহাড় থেকে। এর উপনদীগুলি এসেছে নাগা পাহাড়, লুসাই পাহাড় এবং গারো ও জৈন্তিয়া পাহাড় থেকে।
|
0 Review(s) for বাংলাদেশের জল ও জ্বালানি (হার্ডকভার)