ডায়েরি : ১৫ মার্চ, ২০১৮
আজ আমার সাথে অদ্ভুত এক ভদ্রলোকের পরিচয় হলো। আমেরিকান ভদ্রলোক, নাম পিটার ক্যারি। আমার নম্বর কোথা থেকে পেয়েছেন জানি না। ফোনটা যখন এসেছিল, আমি অবাক হইনি। আমেরিকায় আমার বড় ভাই আছে, গবেষণা ইত্যাদি করে। পিএইচডি বাগানোর ধান্ধা সব। কান্ট্রি কোড আমেরিকার হলে আমি ধরেই নিই ফোনটা আমার ভাই করেছে । কিন্তু অবাক হয়ে শুনলাম, কণ্ঠটা আমার ভাইয়ের নয়।
পিটার ক্যারি আমাকে বললেন, “আপনি নিশ্চয় অবাক হচ্ছেন। তবে এমন আকস্মিক যোগাযোগ করার জন্য আমি সত্যই দুঃখিত । বিশ্ববিদ্যালয়ে আপনাকে ই-মেইল করেছিলাম, উত্তর পাইনি। সেজন্যই এই অভদ্রতা । আশা করি ক্ষমা করবেন ।”
বিশ্ববিদ্যালয়ের কথা ওঠায় আমি বুঝলাম অভদ্রতাটি এই মার্কিন ভদ্রলোক করেননি। করেছে আমার বিশ্ববিদ্যালয়ের অফিসের কর্তাব্যক্তিরা। বাংলাদেশের এক নামকরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, তবে এতে করে শিহরিত হওয়ার কিছু নেই। দরিদ্র দেশ, আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই কম, প্রকৌশল বিশ্ববিদ্যালয় আরও কম। হাতেগোনা যে কয়েকটা আছে তাদের অধিকাংশরই কোনো আন্তর্জাতিক গুরুত্ব নেই। ছোট দেশে জন্মানোর আনন্দই আলাদা, কিছু না করেও নামকরা হয়ে যাওয়া যায়। নামসর্বস্ব বিশ্ববিদ্যালয়ে পড়ার সমস্যাও কিছু আছে। এই ইন্টারনেটের যুগে মাত্র গেল বছর সব স্টুডেন্টদের জন্য ই-মেইল খোলার ব্যবস্থা করা হয়েছে। কোন উজবুক এই দায়িত্ব নিয়েছিলআমাদের জানা নেই, তবে ই-মেইলগুলো কেউ-ই চেক করতে পারছে না।
Title | নাস্তিক শিকারী (হার্ডকভার) |
Author | কিশোর পাশা ইমন, Kishore Pasha Emon |
Publisher | নালন্দা |
ISBN | |
Edition | 2024 |
Number of Pages | 120 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for নাস্তিক শিকারী (হার্ডকভার)