অথৈ জলের পুষ্পমাল্য (হার্ডকভার)
শাওন শুয়ে আছে। গভীর রাত। অথচ তার ঘুম আসছে না। কী অপরিসীম শূণ্যতা! হৃদয়ের অলিতে, গলিতে খাঁ, খাঁ শূণ্যতা। আশ্চর্য এই শূণ্যতা কিন্তু রীমার জন্য নয়। বরং রীমার কথা ভাবতেই বড্ড বিতৃষ্ণা লাগছে। শাওন উঠে গিয়ে বারান্দায় দাঁড়াল। দক্ষিণের আকাশ আজ খুব স্বচ্ছ। দূর আকাশে ঢাউস আকৃতির রুপালী চাঁদ অসংখ্য তারার ভীড়ে একাই রাজত্ব করছে। পুরো পৃথিবী জুড়ে আলোর মেলা বসেছে। এমন মোহনীয় রাতের সৌন্দর্য একা উপভোগ করা অন্যায়। শাওন মনের অজান্তে সীমার নাম্বারে কল দিল। উচ্চ ভলিউমে মোবাইল বেজে উঠল রুমে। শাওন ভুলেই গেছে সীমার মোবাইলটা যে তার কাছে। সীমা কার মোবাইল থেকে কল দিয়েছিল, জানা যায়নি। এতরাতে নিশ্চয়ই তাকে কল দেয়া ঠিক হবে না। শাওনের কিছু ভালো লাগছে না। মনের সাথে যুদ্ধ করে সে হেরে যাচ্ছে। বারবার সীমার কথা মনে পড়ছে। গত একবছর মেয়েটা কোনো শূণ্যতা অনুভব করতে দেয়নি। কেমন যেন পুরো অনুভূতি জুড়ে ছিল। রীমাকে কল দিলে নিশ্চয়ই সীমাকে পাওয়া যাবে। ভাইয়ের বাড়িতে দু'বোন একসাথেই ঘুমানোর কথা। শাওন সাহস করে রীমার নাম্বারে কল দিল। রিং না বাজতেই রীমা রিসিভ করল।
|
0 Review(s) for অথৈ জলের পুষ্পমাল্য