• 01914950420
  • support@mamunbooks.com

টোকিওর জিমবোচোর এক কোণে...

টোকিও শহরের জিমবোচো—বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গভূমি। সেখানকার এক পুরোনো কাঠের দালানে তিন প্রজন্ম ধরে দাঁড়িয়ে আছে মরিসাকি বুকশপ, হাজারো পুরোনো বইয়ে ঠাসা এক অমূল্য ভাণ্ডার।

এই বুকশপের হাল ধরেছেন তাকাকোর মামা সাতোরু। জীবনের সবটুকু উজাড় করে তিনি নিজেকে বই আর দোকানের কাছে সমর্পণ করেছেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মোমোকো তাকে ছেড়ে চলে গেলেও সাতোরু বুকশপকে আঁকড়ে বেঁচে আছেন। অথচ আশ্চর্যের ব্যাপার—২৫ বছর বয়সি তাকাকো কখনোই বইপড়ার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেনি।

হঠাৎ করেই তাকাকোর জীবন বদলে যায়, যখন জানতে পারে তার প্রেমিক অন্য কাউকে বিয়ে করতে চলেছে। হতাশার দিনগুলোয় সাতোরু মামা প্রস্তাব দেন—সে যেন দোকানের উপরের ঘরে বিনা ভাড়ায় থেকে যায়। ইতস্তত করলেও তাকাকো রাজি হয়ে যায়। আর তখনই শুরু হয় তার নতুন জীবনের যাত্রা—হাজারো বইয়ের স্তূপে ঘেরা মরিসাকি বুকশপের অন্দরমহলে

গ্রীষ্ম বিদায় নিয়ে বসন্ত যখন ডাক দেয়, তাকাকো বুঝতে শুরু করে মামার সাথে তার অদ্ভুত মিল রয়েছে। ধীরে ধীরে বই, ভালোবাসা আর জীবনের ছোট ছোট টানাপোড়েনের ভেতর দিয়ে তারা দুজনেই শিখে ফেলে—ক্ষত মুছে ফেলা যায়, নতুন করে বাঁচা যায়।

মরিসাকি বুকশপ তাই কেবল বইয়ের দোকান নয়—এ এক উষ্ণ আশ্রয়, যেখানে ভাঙাচোরা হৃদয় জোড়া লাগে, আর শব্দের ভেতর দিয়ে জন্ম নেয় নতুন জীবন।

Title ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ
Author
Publisher উপকথা প্রকাশন
ISBN
Edition 2024
Number of Pages 160
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for ডেইজ এট দ্য মরিসাকি বুকশপ

Subscribe Our Newsletter

 0