যারা ভালোবেসে উড়ে গেছে—
তারা কখনো জানতে পারেনি, ভালোবাসা কী!
তারা জানেনি, ভালোবাসার গভীরতা।
তারা কখনো জানবে না,
বা তারা উপলব্ধি করতে পারবে না
কীভাবে ভালোবাসতে হয়
কাউকে ভালোবাসার অনুভব কী
বা— ভালোবাসা পাওয়ার অনুভূতি কী!
তারা সারাজীবন উড়েই বেড়ায় ছন্নছাড়া পাখির মতো
এই আকাশ তো ওই আকাশ, এখানে তো সেখানে
দিনশেষে— তাদের মতো একা নিঃসঙ্গ কেউ নেই!
আর যারা ভালোবেসে গাছের মতো রয়েছে—
তারাই জেনেছে, ভালোবাসা হলো উপলব্ধি।
কাউকে না পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা
তাকে হৃদয়ে দিয়ে অনুভব করা, উপলব্ধি করা!
দিনশেষে হয়তো সেও একা নিঃসঙ্গ
কিন্তু তার হৃদয়ে ভালোবাসা আছে, মায়া আছে।
আর— যার হৃদয়ে ভালোবাসা আছে
সে কখনো একা না, নিঃসঙ্গ না!
— সবুজ আহম্মদ মুরসালিন
Title | বিষাদের আয়ু তিন প্রহর : সবুজ আহম্মদ মুরসালিন |
Author | সবুজ আহম্মদ মুরসালিন,Sabuj Ahmad Mursalin |
Publisher | পুনশ্চ পাবলিকেশন্স |
ISBN | |
Edition | 2024 |
Number of Pages | 80 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for বিষাদের আয়ু তিন প্রহর : সবুজ আহম্মদ মুরসালিন