সকালবেলা চা নিয়ে খালেদের রুমে মাত্র ঢুকেছে ছবি, ঢুকে দেখে শিশুর ভঙ্গিতে ঘুমাচ্ছে খালেদ। ছবি তাকে ডাকবে কি ডাকবে না ভাবছে, হঠাৎ ছটফট করতে করতে বিছানায় উঠে বসল খালেদ। দিশেহারা চোখে এদিক ওদিক তাকাতে লাগল । ছবি অবাক হল। কী হয়েছে? স্বপ্ন দেখেছি । কী স্বপ্ন মাকে নিয়ে । খারাপ স্বপ্ন? হ্যাঁ। মাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। খালেদের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। দেখি, আমার মা আমার জন্য খুব কাঁদছে। খুব কাঁদছে। মাকে ছেড়ে এতদিন কখনও কোথাও থাকিনি আমি । ছবি শান্ত গলায় বলল, চা নাও । খালেদ চায়ের কাপটা নিল। সত্যি বলছি, মাকে ছেড়ে এতদিন... কিন্তু আছ কেন? মা তোমার জন্য এত কষ্ট পাচ্ছেন, তোমার উচিত তাঁর কাছে ফিরে যাওয়া। ছবির কথা শুনে খালেদ যেন পাথর হয়ে গেল। চায়ে চুমুক দিল না। সে। কাপটা বিছানার পাশে নামিয়ে রাখল। ছবি বলল, আমার মা নেই। সাত বছর আগে মারা গেছেন। আমি জানি, মা কী ? খালেদ বলল, আমিও জানি। তুমি জানো, মার কথা ভেবেই তোমার ব্যাপারে আমি অমন ভয় পেয়েছিলাম যদি সত্যি সত্যি মা তোমাকে পছন্দ না করেন! হাত বাড়িয়ে ছবির একটা হাত ধরল খালেদ। ছবি, মাকে এভাবে কষ্ট দেয়া ঠিক হচ্ছে না আমাদের। নানাভাইকে কষ্ট দেয়া ঠিক হচ্ছে না ।
Title | কেমন তোমার ভালবাসা (শেষ পর্ব) |
Author | ইমদাদুল হক মিলন, Imdadul Haque Milon |
Publisher | হাতেখড়ি |
ISBN | |
Edition | 2005 |
Number of Pages | 120 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for কেমন তোমার ভালবাসা (শেষ পর্ব)