মামার বাড়ি রসের হাঁড়ি মামার বাড়ি রসের হাঁড়ি সুখের গড়াগড়ি, আদর স্নেহ ভালোবাসায় টইটম্বুর হাঁড়ি। গ্রীষ্মকালে ছুটির দিনে খুশির সীমা নাই, পরিবারের সবাই মিলে মামার বাড়ি যাই। নানী রাঁধে হরেক খাবার খেতে ভারী মজা, আরো মজা পিঠা পায়েস চিড়া মুড়ি ভাজা। মামার বাড়ির গাছে গাছে আম পেয়ারা ধরে, বড় মজা খেতে ফল গাছের শাখে চড়ে। নানার সাথে হেঁটে হেঁটে হাটে যেতে মজা, লাড্ডু মিষ্টি ছানা দই খেতে নিমকি ভাজা। হৈ—হুল্লোড় খেলাধুলায় ব্যস্ত কাটে দিন, মামার সাথে ঘুড়ি উড়ানো মজা খুব রঙিন। মামার বাড়ি গেলে ফিরতে মন নাহি চায় আবার কখন যাব দিন কাটে প্রতীক্ষায়।
|
0 Review(s) for মামার বাড়ি রসের হাঁড়ি