টাকা ধরার কৌশল
ফ্ল্যাপে লেখা কিছু কথা টাকা আমাদের অক্সিজেনের মতই প্রয়োজন। অক্সিজেন ছাড়া যেমন আমাদের জীবন চলে না। তেমনি টাকা ছাড়াও আমরা একবিন্দুও চলতে পারি না। প্রচলিত বাক্যে বলা হয়ে থাকে- ‘মানি ইজ সেকেন্ড গড়’ অর্থাৎ সৃষ্টিকর্তার পরেই টাকার স্থান। যেহেতু স্রষ্টা অদৃশ্য মহাশক্তির ধারক ও বাহক তাঁকে আমরা দেখতে পাইনা-কিন্তু টাকা দৃশ্যমান বস্তু-আমরা তাকে ধরতে পারি-ছুঁতে পারি। তাই আমার বাস্তব দর্শন হল-‘মানি ইজ ফার্ষ্ট এন্ড লাস্ট গড়’ -এই পৃথিবীতে টাকাই হচ্ছে-দৃশ্যমান স্রষ্টা। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের ওপর যার অসীম প্রভাব তাই হল টাকা। টাকা থাকলে বৃদ্ধি থাকে আর বুদ্ধি থাকলেও টাকা থাকে। বুদ্ধি দিয়ে টাকা ধরা যায় আবার টাকা দিয়েও টাকা ধরা যায়। টাকার অসীম ক্ষমতা-তাই আমাদের টাকা চাই। সেজন্য টাকা ধরার বিশেষ জ্ঞান নিয়ে এই গ্রন্থের আত্মপ্রকাশ।
|
0 Review(s) for টাকা ধরার কৌশল