আচমকা একটা অদ্ভুত শব্দ শুনে নীলা ভয়ে লাফ দিয়ে ওঠে। হৃদকম্পন বেড়ে যায় কয়েকগুণ। পিছনে তাকিয়ে দেখে ভয়ংকর সেই লোকটা আবারও তার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আতঙ্কের ঢেউ নীলার সমস্ত দেহে ছড়িয়ে পড়ে নিমিষেই। কিংকর্তব্যবিমূঢ় নীলা বুঝতে পারে না কী করবে। নিজেকে বাঁচাতে তাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। একে তো অচেনা আঁকাবাঁকা পথ তার ওপর আবার ঘোর অন্ধকার। কিছুক্ষণ আগে তাও একটু পরপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন তো সেটাও হচ্ছে না। তার উপর আবার জোরে জোরে দমকা বাতাস বইছে। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত নীলা অবশেষে অন্ধকারের মধ্যে একটি গাছের নিচে এসে দাঁড়ায়। আশেপাশে এখন আর কাউকে দেখা যাচ্ছে না। এ কেমন ভয়ংকর রাত নেমে এলো নীলার জীবনে ? এমন ভয়াবহ পরিস্থিতে পড়তে হবে এমনটা সে স্বপ্নেও কখনো ভাবেনি। প্রতিদিনের মতো আজও নীলা অফিস থেকে একটু দেরি করে বাড়ি ফিরছিল। মাত্র কিছুদিন হলো নীলা অফিসে নতুন জয়েন করেছে। পথঘাট ভালোভাবে চিনে উঠতে পারেনি এখনো। তার ওপর অফিসে কাজের অনেক চাপ। জমে থাকা কাজগুলো শেষ করে বেরুতে বেরুতে তাই খানিকটা রাত হয়ে যায়। অদৃষ্টের পরিহাস পথমধ্যে হঠাৎ করে ধেয়ে আসতে থাকে ভয়ংকর কালবৈশাখি ঝড়। সাথে বিদ্যুৎ চমকানো ও মেঘের তীব্র গর্জন।
Title | আধিরা |
Author | মহীয়ান ভিরাজ সিনহা শৌর্য |
Publisher | রয়েল পাবলিকেশন |
ISBN | |
Edition | January 2, 2025 |
Number of Pages | 188 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আধিরা