দ্য ল অব সাকসেস
যেসব কাজ শুধুমাত্র জীবিকার জন্য করা হয়, সেগুলো খুব কমই পছন্দনীয় অধিকাংশ ক্ষেত্রেই এগুলো অপছন্দের অথবা ঘৃণার বিষয় হয়। তবে যখন একজন মানুষ তার খুব প্রিয় একটি কাজ নিয়ে ব্যস্ত থাকে, তখন কোনো ক্লান্তি ছাড়াই অবিশ্বাস্য দীর্ঘসময় ধরে কাজটি করতে পারে। যেসব কাজ পছন্দের বাইরে কিংবা ঘৃণার যোগ্য, সেগুলো করতে গেলে খুব অল্পসময়েই অবসাদ চলে আসে। সুতরাং একটি কাজের প্রতি পছন্দ-অপছন্দ অথবা অনুরাগের ওপরই ব্যাপকভাবে নির্ভর করে কাজটির উপর একাগ্রতার মাত্রা। আমরা এখন এ বিখ্যাত মতবাদের শুধুমাত্র প্রতিষ্ঠা করছি এবং পর্যায়ক্রমে লক্ষ করা যাবে, এ দর্শন চিন্তার একটি বিখ্যাত উক্তি। যেমন- একজন মানুষ খুব দক্ষতা, দ্রুততা ও সাফল্যের সাথে কাজ করতে পারে, যখন কাজটি তার নিজের কাছে খুবই আকর্ষণীয়, অথবা তার কোনো প্রিয় ব্যক্তির পক্ষ থেকে ন্যস্ত করা কাজ হয়। একটি কাজ করার সময় দেখা যায়, যদি কাজের মাঝে কোনো ভালোলাগা বা ভালোবাসার উপাদান থাকে, তাহলে কাজের মান দ্রুত উন্নতি লাভ করে; তার সাথে জীবিকা যাই হোক না কেন। তুমি যদি এসব কথার সত্যতা প্রমাণ করতে চাও, তাহলে ব্যাপারটা তোমার বুদ্ধিমত্তার জন্য অপমানজনক। কেননা বিষয়টা অবশ্যই পরিষ্কার। তুমি যে পেশাতেই থাকো, ধর্মবাণী প্রচার, আইন ব্যবস্থা, বই লেখা, স্কুলে পড়ানো অথবা পরীখা খনন করা, তোমাকে ভালোভাবে মূল্যায়ন করা হবে এবং যে মুহূর্তে তুমি কোনো কাজের জন্য নিয়োজিত হয়ে বেশি কাজ করবে, তত লোক হিসেবে স্বীকৃতি পাবে, তুমি বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য হবে। ‘দ্য ল অব সাকসেস' পাঠক্রমটির উদ্দেশ্য হচ্ছে, তোমাদের অবহিত করা, কিভাবে তোমরা তোমাদের নির্দিষ্ট কার্যক্ষেত্রে আরও সক্ষমতা অর্জন করার পথ খুঁজে পাবে? এ সময়ে তোমাদের বিশ্লেষণ করা হবে, তোমাদের সব যোগ্যতা ও গুণাবলির শ্রেণিবিন্যাস করা হবে।
Title | দ্য ল অব সাকসেস |
Author | নেপোলিয়ন হিল, Napoleon Hill |
Publisher | একুশ |
ISBN | |
Edition | 2022 |
Number of Pages | 168 |
Country | Bangladesh |
Language | Bengali, English, |
0 Review(s) for দ্য ল অব সাকসেস