আমার নাম ঘুড়ি। সবাই বলে ‘ঘুড়ি, খাও চিড়া গুড় মুড়ি।' কিন্তু চিড়া,। গুড় ও মুড়ি—তিনটাই আমার দুই চোখের বিষ। আমার ভালো লাগে চকোবার আইসক্রীম। সপ্তাহে একটার বেশি আমি তা খেতে পারি না। দাদা ভাইয়ের নির্দেশ। আমার মায়ের নাম নাকি ছিল শেফালি। তিনি মারা যাওয়ার আগেই আমার নাম রেখে গেছিলেন ঘুড়ি। আমার দাদাভাই নাকি একটু আপত্তি করেছিলেন; কিন্তু আমার দাদি আমার ঘুড়ি নামটাই ফাইনাল করে ফেলেছিলেন। ফাইনাল করা মানে কোনো কিছু একদম ঠিক করে ফেলা। এরপরে আর কোনো কথা নেই। যাই হোক, শেফালি—মানে, আমার মা ছিলেন দাদিমার কলিজার টুকরা। আমাকে আমার দাদিমাই এটা বলেছেন। আমার মা নেই তো, এই জন্য আমার দাদিকে আমি দাদিমা বলে ডাকি। দাদি শুনলেই কেমন বুড়ি বুড়ি লাগে না? কিন্তু আমার দাদিমা একদম বুড়ি না। এখনো কুরবানির সময় পঞ্চাশ কেজির মাংসের পাতিল দুই হাতে চুলা থেকে নামিয়ে ফেলতে পারে। ও আচ্ছা, আমার নিজের কথা তো কিছু বলা হয়নি৷ আমি ঘুড়ি; আর আমি ক্লাস ফাইভে পড়ি। আমার সিক্সে পড়ার কথা ছিল; কিন্তু আমি ক্লাস ফাইভে অঙ্কে বত্রিশ পেয়েছিলাম৷ সব টিচাররা বলেছিল আমার দাদাভাইকে—একটা নম্বরই তো মাস্টারসাব, ওকে উঠিয়ে দিই; কিন্তু দাদাভাই এক কথার মানুষ আমাকে উঠাননি। সরি সরি, এটা তো বলা হয়নি আমার দাদাভাই আমার স্কুলেরই প্রিন্সিপাল। আমাদের গ্রামের নাম সুকুমার। স্কুলের নাম সুকুমার উচ্চ বিদ্যালয়।...
|
0 Review(s) for ঘুড়ি (TOONTOON TEEN SERIES) (হার্ডকভার)