গোধুলির মতো এক লগ্ন নেমে আসে তখন। আকাশ বেয়ে কিছু আলো এসে এমনভাবে ছড়িয়ে পড়ে যে, দুনিয়াটাকে অপার্থিব মায়ার মতো মনে হয়। কিন্তু কনে দেখা ক্ষণিক আলো সটকে পড়ে দ্রুতই। তখন জেল পালানো যুবকের মুখ জেগে ওঠে উদ্ভ্রান্তের মতো। এই যে রাত নেমে আসে, প্রত্যেক দিন বেলা ফুরায়, চরাচরে অন্ধকার নামে, এখানেই কি শুধু ভয়? এখন বরং ভয়াল রাত নয়, ভয়াল দিনের ব্যঞ্জনা অধিক হারে ছড়িয়ে পড়ে। তবু সে কিঞ্চিৎ ভয়ার্ত হয় রাতে, কিন্তু বেদনার্ত হয় ভীষণ। এমন বেদনার রাতে আকাশে সর্বদাই বিশাল এক চাঁদ ওঠে। কাছে-দূরে অচেনা অনেক পাখির কোলাহল শোনা যায়। মৃদু বাতাসে নারকেলের চেরা পাতা অনবরত দোলে। আর জেল পালানো যুবক ক্ষুদ্র অনেক বেদনার ভেতরে একটিবার আত্মহনন বিষয়ক নস্টালজিয়া তৈরি করে। সে জানে যে, বিভিন্ন পথ উন্মুক্ত হয়ে আছে। তবু যাতায়াত সহজ নয়। শিরদাঁড়া যথাস্থানে রাখা কতটা কঠিন, সে নিজের দিকে এমন এক প্রশ্ন ছোড়ে। নাকি বেঁচে থাকাটাই বড় এই প্রাচীন মৃতদের ভাগাড়ে?
Title | গোপন ও নির্জন কোনো ইশারা |
Author | সুবন্ত যায়েদ,Subhan Zayed |
Publisher | চিলেকোঠা পাবলিকেশন |
ISBN | |
Edition | December 15, 2024 |
Number of Pages | 96 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for গোপন ও নির্জন কোনো ইশারা