রম্য, জোকস হাসাহাসির জগতে টানা তিন বছর মনের আনন্দে লিখেছি। জীবনের উদ্দেশ্য-লক্ষ্য ছিল সবাইকে হাসাব, আনন্দ দেব। একটাই জীবন, যত বড় বড় করে টানতে চাই হু হু করে একটার পর একটা বছর চলেই যায়। গত বছর রম্য আর জোনসের পাঠকদের জন্য কিছু করে ওঠা হয়নি। একজন লেখক যখন অনেক দিকে লেখেন, তখন ভিন্ন রসের পাঠকের জন্য আলাদা করে ভাবতে হয়। আমার লেখালেখির বিষয়গুলো আমার একেকটা আলাদা জগৎ। রম্য, জোকসগুলো আগেও যখন লিখেছি, সমসাময়িক সময়ের বিষয়বস্তুর আলোকেই লিখেছি। লেখক যে লেখা লেখেন তার সঙ্গেই বসত তৈরি করতে হয়। রম্য বা জোকস হাস্যরস সৃষ্টি করতে, হাস্যরসের জীবনযাপন করতেই হয়। সেই চেষ্টা আর ইচ্ছার জন্য কার্পণ্য করি না কখনোই। মানুষের বেঁচে থাকার সঞ্জীবনী সুধা হাসি। প্রতিটি মানুষ জীবনে শুদ্ধ বিনোদন পাবে এটাকেও আমার বিলাসিতা নয়, মৌলিক মানবিক অধিকার মনে হয়। এ কারণে প্রাকরেনেসাঁ যুগেও ইউরোপে গির্জা প্রাঙ্গণে যখন গুরুগম্ভীর ধর্মীয় নাটক অভিনীত হতো, তখনো সেটার ফাঁকে ফাঁকে নাকি চলত 'ইন্টারন্যুড' হিসেবে কৌতুক- নকশা। পরবর্তী সময়ে পাশ্চাত্যে শেক্সপিয়ার, ভলতেয়ার, মার্ক টোয়েন, উডহাউস প্রমুখ এবং আমাদের এতদ্দেশে প্যারিচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, রাজশেখর বসু থেকে শুরু করে সৈয়দ মুজতবা আলী, শিবরাম চক্রবর্তী, সঞ্জীব চ্যাটার্জি ও তারাপদ রায় প্রমুখ হাস্য-কৌতুককে শিল্প- সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গে উন্নীত করে ফেলেছেন।
Title | পঁচিশের পঞ্চরস (হার্ডকভার) |
Author | মেহবুবা হক রুমা,Mehbooba Haque Ruma |
Publisher | জাগৃতি প্রকাশনী |
ISBN | |
Edition | 2025 |
Number of Pages | 120 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for পঁচিশের পঞ্চরস (হার্ডকভার)