জ্ঞানের পথে চলার বাঁকে:
কথা ছিল ইল্ম তলাবাদের আচরণ শুদ্ধ করবে; কিন্তু হয়েছে উলটো। ইল্ম এখন তর্ক করার, নিজেকে জাহির করার সবচে বড় অস্ত্র। নেক নিয়তেই বহু জনে ইল্ম হাসিল শুরু করেন। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে, জ্ঞান অর্জনের আদব না জানায় তরুণ ও যুবক তলাবারা উদ্ধত হয়ে উঠছেন। অনলাইনে বাধাহীন মত প্রকাশের স্বাধীনতা তাদের করছে দুর্বিনীত। একজন তালিবুল-ইল্ম জ্ঞানের পথে চলার বাঁকে যত ধরনের মুশকিলের মুখে পড়তে পারেন, তার প্রায় সব এখানে জড়ো করেছেন শাইখ বাক্র আবু জাইদ ও শাইখ সালমান আওদা। নিজেদের ও অতীত আলিমদের রেখে যাওয়া শিক্ষা থেকে দেখেয়েছেন উত্তরণের পথ। ইমাম ইবনু রাজাব হানবালি হাতে-কলমে শিখিয়েছেন, সম্মানের সঙ্গে সমালোচনার তরিকা। বর্তমানে জ্ঞান অর্জন তুলনামূলক সহজ। কিন্তু জ্ঞানের সুবাসে নিজেকে শুদ্ধ করা, মার্জিত করা তুলনামূলক কঠিন। এ-বই তলাবাদের দেবে আদবের পাঠ, চেনাবে জ্ঞানের পথে লুকিয়ে থাকা আততায়ী। জ্ঞানের শুভ্র পোশাকে দীপ্তিময় হবেন ইল্ম-পিয়াসিরা।
ফাহমুস সালাফ : দীন বোঝার কষ্টিপাথর:
ইসলামকে বিকৃত করে পশ্চিমা সভ্যতা ও মতাদর্শগুলোর সাথে সামঞ্জস্যশীল করার পথে সবচেয়ে বড় বাধা হলো সালাফে সালেহিনের মুতাওয়ারিস ফাহম। এজন্য পশ্চিমের প্রাচ্যবাদী বিভিন্ন সংস্থাও সালাফে সালেহিনের ফাহমের তিরস্কার করেছে। দীনের এই মুতাওয়ারিস ফাহম ও ইলমকে জড়, আবদ্ধ, পুরাতন, কট্টর ইত্যাদি শব্দে আখ্যায়িত করেছে। তা ছাড়া আমরা দেখব, সমস্ত ভ্রান্ত ফিরকাসহ পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত মডার্নিস্ট স্কলার ও মুসলিম দীনের মুতাওয়ারিস ফাহম ও মানহাজের তোয়াক্কা করে না; বরং তারা বিভিন্ন স্লোগান ও ভ্রান্ত যুক্তির আড়ালে মুতাওয়ারিস এই ধারাকে প্রশ্নবিদ্ধ ও গুরুত্বহীন করার অপপ্রয়াস চালাচ্ছে। ফলে আধুনিক সময়ে সালাফে সালেহিন থেকে প্রাপ্ত মুতাওয়ারিস ফাহম ও মানহাজের ওপর যত প্রকার আঘাত আসছে এবং বিষয়টি কেন্দ্র করে যত প্রকার নৈরাজ্য চালানো হচ্ছে, সেগুলো দমন করার জন্য বিষয়টি উম্মাহর সামনে সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। সেই লক্ষ্যেই আমাদের এই পরিবেশনা।
ইমাম গাযালীর চিঠি:
জ্ঞানের পথে ‘শর্টকাট’ বলে কিছু যদি থেকে থাকে, তাহলে একটাই আছে। আর তা হলো, অভিজ্ঞদের উপদেশ নেয়া। তাদের উপদেশ হয় গোটা জীবনের সারাংশ। জীবনের কঠিন থেকে কঠিন অভিজ্ঞতার গল্প, প্রতিটি হোঁচট থেকে উঠে দাঁড়াবার গল্প, ব্যর্থতা আর সফলতার রাজপথে চলার গল্প।
.
ইমাম গাযালী (রহ.) এই বইতে এমনই কিছু গল্প বলেছেন। তবে চিঠির ভাষায়। প্রিয় ছাত্রের সমীপে। দীর্ঘকাল তাঁর সান্নিধ্যে থাকা ছাত্রকে তিনি এখানে শিখিয়েছেন জ্ঞানের আসল স্বরূপ, আখিরাতের রশদ যোগাড়ের পথ-পদ্ধতি। প্রজ্ঞায় ভরপুর কথামালা দিয়ে সাজানো এর প্রতিটি অধ্যায়। হৃদয়গ্রাহী আলোচনায় মোড়ানো এর প্রতিটি বাক্য। যেন বিদায়কালে সন্তানের প্রতি বাবার শেষ অসীয়ত। শত বছর হয়ে গেলেও যার কথাগুলো আজও রয়েছে জীবন্ত।
নবীদের ওয়ারিশ:
জ্ঞানের ইতিহাস সূচিত হয়েছে মানবজাতি সৃষ্টির শুরু থেকে। যতোটা দীর্ঘ জ্ঞানের ইতিহাস, ঠিক ততোটাই দীর্ঘ জ্ঞান সংরক্ষণের ইতিহাস। নবী-রাসূলগণের মাধ্যমে মহান রব আমাদের মাঝে জ্ঞান পৌঁছে দিয়েছেন। যুগে যুগে জ্ঞানের ধারক-বাহকদের শ্রম-সাধনার মাধ্যমেই মহান রব এই জ্ঞানকে ধরিত্রীর বুকে অক্ষত রেখেছেন। সেইসব জ্ঞানের সাধকদেরকেই হাদীসে বলা হয়েছে নবীদের ওয়ারিশ, নবীদের উত্তরসূরি। কারণ, নবীদের অবর্তমানে তারাই নবীদের আদর্শ জীবিত রাখে। মিথ্যার তিমির আঁধার ছেদ করে তারাই নবীদের বিশুদ্ধ শিক্ষা পৌঁছে দেয় মানুষের দুয়ারে। সাধারণ মানুষ হিসেবে আমাদের জানতে হবে নবীদের প্রকৃত ওয়ারিশ কারা, এই ওয়ারিশ হওয়া কতটা সৌভাগ্যের, জ্ঞানের পথের পথিকদের জন্য কী পুরষ্কার রয়েছে, কেমন হবে নতুন পথিকদের পথ ও পাথেয়। আর এসব প্রশ্নের উত্তর নিয়েই ইমাম ইবনু রজব হাম্বলী (রহ.)-এর ‘নবীদের ওয়ারিশ’ বইটি।
Title | ইলম ও আদব প্যাকেজ |
Author | ইফতেখার সিফাত, ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ), ড. সালমান আল আওদাহ, বাক্র আবু জাইদ, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ. |
Publisher | সিজদাহ পাবলিকেশন |
ISBN | |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for ইলম ও আদব প্যাকেজ