জন্ম আমার ধন্য হলো’ অপু বড়ুয়ার ছড়ার মেলা। দুইশ’ ছড়ার মালা গাঁথতে গিয়ে সত্যিকারের এক মেলার আয়োজনই করে বসেছেন অপু বড়ুয়া। সে মেলা হলো ঝলমলে মধুর রঙিন ছবিময় সব বিষয়-অনুষঙ্গের মেলা, মোহময় ছন্দ-অন্ত্যমিলের মেলা। কী নেই এই ছড়ার মেলায়! ছোটোদের বেড়ে ওঠার পক্ষে যা কিছু নির্মল আনন্দসঙ্গী যেমন ঘুড়ি পুতুল মায়ের হাসি পাঠশালা প্রজাপতি ছুটির ঘণ্টা বৃক্ষরোপণ চাঁদ সূর্য বাঁশি শৈশব রেলগাড়ি আকাশ মৌমাছি শাপলা অতিথি পাখি বন্ধু বৃষ্টি ভাইবোন রবীন্দ্রনাথ নজরুল জয়নুল সুকান্ত সুকুমার রায় ঋতু লেখাপড়া বাবা বাড়ি কলম বৈশাখী মেলা ফুটবল ক্রিকেট ইত্যাদি এ বইয়ের দুই মলাটে বন্দি। এর পাশাপাশি ইতিহাস ঐতিহ্য গৌরব জ্ঞানে শাণিত হওয়ার জন্য আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ভাষার লড়াই শহিদ স্মরণ মুজিবনগর শিখাচিরন্তন বঙ্গবন্ধু শেখ রাসেল পদ্মাসেতু ইত্যাদি। এছাড়া বিস্ময় কৌতূহল জাগানোর ইন্ধনেও দীপ্তপ্রাণ লেখক অপু বড়ুয়ার ক্লান্তি নেই।
|
0 Review(s) for জন্ম আমার ধন্য হলো