কাকে বলে কিশোরকবিতা? কোন সে কবিতা, যা সাধারণ কবিতা থেকে আলাদা? কী তার বাঙ্ময় বৈশিষ্ট্য, যা পৃথকভাবে শনাক্ত হওয়ার দাবি উত্থিত করে? সে কি কিশোরের মতো, নাকি কিশোর এবং কবিতা উভয়েরই মতো দুইয়ের সমন্বয়? তাহলে প্রশ্ন দাঁড়ায় কিশোর কেমন, কবিতা কেমন? কিশোর মোটামুটি ১০ থেকে ১৮ বছর বয়সশ্রেণির মানব সন্তান, সকালের মতো ঝলমলে, দুপুরের মতো টগবগে, দুরন্ত চঞ্চল, বিকেলের মতো মোহন-মন্থর, আবার নম্র-লাজুক, আবেগে থরোথরো, কখনো বেদনায় টলোমলো মায়াকাড়া মূর্তি। আর কবিতা? আমরা জানি কবিতা হলো ভাব, বিষয়, শব্দ, আঙ্গিক, ছন্দ, উপমা, চিত্রকল্প ইত্যাদি উপাদানে অপূর্ব ব্যঞ্জনাময় এক সৃষ্টি। সুতরাং কবিতা পড়া, বোঝা বা ভালোলাগার পক্ষে প্রধান বিবেচ্য বিষয় কবিতার অত্যাবশ্যকীয় উপাদানগুলো। এই উপাদানগুলো যদি কঠিন ও দুরূহ হয় তাহলে বয়স নির্বিশেষে সব পাঠকের কাছে তা সমান বোধগম্য হয় না। সুতরাং কিশোর বয়সি পাঠকের জন্য আলাদা রকমের কবিতা চাই এবং সেই কবিতা সার্বিক বিচারে হওয়া চাই তাদেরই উপযোগী। অপেক্ষাকৃত সহজ সরল এবং বিশেষ ধরনের। বিশেষ ধরনের মানে শুধু প্রকাশভঙ্গি আর নির্মাণ কৌশলে নয়, বিষয় নির্বাচনের দিক থেকেও কিশোর কবিতা হবে ভিন্নধারার। কেননা,
|
0 Review(s) for আধুনিক কিশোরকবিতা রঙিন দিগন্ত