ভূতেরা, মানে একটি ধাড়িভূত উনত্রিশটি রূপ ধরতে পারে। বয়স বাড়ার সঙ্গে রূপ ধরা একটি একটি করে বাড়ে তাদের । মানুষের যেমন বাড়ে বুদ্ধি । কিন্তু রমাকান্তর বয়স কম। সে এখনও নাবালক ভূত । সবগুলো রূপ ধরতে শেখেনি। শিখেছে মাত্র পাঁচটি। মানুষ ঘোড়া কুকুর সাপ আর বাঘ । তবে রূপ নিয়ে রমাকান্তর কোনো অহংকার নেই। একটুখানি দুঃখ আছে । তার ভারি শখ পাখির রূপ, ধরা। কিন্তু পাখির রূপ হচ্ছে নয় নম্বর। শিখতে আরও আট দশ বছর লাগবে। ইস্ চোখের পলকে। যদি আট দশটি বছর কেটে যেত! ইচ্ছে করলেই যদি পাখি হতে পারত রমাকান্ত, তাহলে মাটিতে সে নামতই না ।
|
0 Review(s) for ভূতগুলো খুব দুষ্টু ছিল