দফায় বিদেশ ভ্রমণ সত্যিই চমকে দিয়েছে, ভাবনায় ছাপ ফেলেছে। নতুন কোন দেশে গেলে মন সজাগ হয়ে উঠেছে, দশ ইন্দ্রিয় জেগে উঠেছে। জীবনের নব আনন্দের জানালা খুলে গেছে। বিচিত্র স্বাদের জীবন জগৎ বোঝার জন্য নিজের কৌতূহলী মনকে ছুটি দেইনি। চোখ, কান খোলা রেখেছি। কাজের শেষে প্রতিদিন নিত্যনতুন রাস্তা দিয়ে হোটেলে ফিরেছি। থামেনি ক্লান্তিহীন পথচলা। নানা দেশের, মানুষের জীবন জগৎ, অনুভব অনুভূতি, তাদের সংস্কৃতি, রীতিনীতি দেখে নিজের অভিজ্ঞতার ঝুলি দিনে দিনে ভারী হয়েছে। কত কিছু দেখে তো আমার অবাক হবার পালা। কখনো মনে হয়েছে, স্বপ্ন বলতে আদতে কিছু কি আছে! সবই তো বাস্তব। “হয়তো আমি যাপন করছি কারো কল্পিত জীবন। আবার আমার কল্পনাকে অন্য কেউ সত্যি করেছে। ” সেসব দেখে শুনে ভ্রমণ শেষে নীড়ে ফেরা। সময়ের স্রোতে সেসব মিলিয়ে যায় কোন দূর অজানায়। কিন্তু ফেলা আসা পথের যে ছবি আঁকা হয়ে গেছে হৃদয়ের মধ্যিখানে, মন ও মননে, যেই উপলব্ধি গেড়ে বসেছে, নিজের ভেতরকে রাঙিয়ে দিয়েছে, প্রসারিত করেছে মানসলোক, তার ঝংকার তো ফুরায় না। সেখানে কখনো মানুষ প্রধান, কখনো প্রকৃতি। সেসবের ফ্লেভার তুলে ধরার জন্য কোথায়ও এসেছে অফবিট রেসিপি ও। এতে যে ধরা পড়েছে বৃহত্তর জীবন-চিত্র। ফলে একজনের হয়েও এসব অন্য অনেকের টুকরো স্মৃতি-কাহিনি। সেসব ছোটো ছোটো গল্প, ভাবনা, মনের আরাম, নয়নলোভন দৃশ্য অন্যদের সাথে ভাগ করে নিলে সেসবের স্বাদ অন্যরাও খানিক উপভোগ করতে পারে। তাতে এ ভ্রমণ কথার স্বাদ বাড়ে। তাই ভেবেছি সেসব যদি মায়াবী অঞ্জন মেখে বর্ণে, শব্দে, বাক্যে, কথায় প্রকাশ করা যেত! সেই ভাবনায় কলমের সাথে মিতালি। অবাক এক পথিকের সেই আটপৌরে ঘোরা ঘুরির আলপনা আঁকতে গিয়ে তৈরি হয় রংধনুর সাতরঙা গদ্য। একে সঙ্গী করে যদি কোন পাঠক বেরিয়ে পড়ে অজানা-অচেনা দেশ-দেশান্তরে ভালোবাসার টানে! বলতেই হয়, ভ্রমণ পথের আলপনা পুরোটা আঁকা হলো না।
Title | আটপৌরে ঘোরাঘুরি (হার্ডকভার) |
Author | মোঃ আবুল কাশেম,Md. Abul Kashem |
Publisher | আদিগন্ত প্রকাশন |
ISBN | |
Edition | 2025 |
Number of Pages | 320 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আটপৌরে ঘোরাঘুরি (হার্ডকভার)