ইসলাম ধর্মের মূল ভিত্তি বা স্তম্ভ হলো পাঁচটি। প্রথম স্তম্ভহলো ঈমান আর দ্বিতীয় স্তম্ভ হলো নামায। ঈমানের পর নামায হলো সবচেয়ে বড়ো ও গুরুত্বপূর্ণ ইবাদত। এক হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায সম্পর্কে ইরশাদ করেন-
إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ بِصَلَاتِهِ فَإِنْ صَلَحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ (سنن النسائي)
‘কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাযের হিসাব নেওয়া হবে, যদি তা সঠিক হয় তাহলে সে সফল হবে এবং মুক্তি পেয়ে যাবে। আর যদি তা সঠিক না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে।’ (সুনানে নাসাঈ)
অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বেশ কিছু বছর যাবত এমন গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ একটি ইবাদতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। অনেকে তো এমনও বলতে শুরু করেছেন যে, ‘হানাফী মাযহাবের অনুসারীদের নামায সহীহ নয়। আমরা যেভাবে ‘সলাত’ আদায় করি, সেটাই সঠিক এবং সহীহ হাদীস সম্মত।’ এমন পরিস্থিতিতে আমি অনেক সাধারণ দ্বীনদার ভাই-বোনদের মাঝে অস্বস্তি ও অসন্তুষ্টি লক্ষ করেছি। আমি নিজেও বহুবার এমন অস্বস্তিতে পড়েছি। আশা করি, অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে, এ জাতীয় বিষয়ে সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি অস্বস্তিতে পড়েন মাদরাসার শিক্ষার্থী ভায়েরা এবং মসজিদের ইমাম সাহেবগণ।
Title | সহীহ হাদীসের আলোকে নবীজীর নামায |
Author | মুফতি মুহাম্মদ শফিউল আলম,Mufti Muhammad Shafiul Alam |
Publisher | ফুলদানী প্রকাশনী |
ISBN | |
Edition | |
Number of Pages | 207 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for সহীহ হাদীসের আলোকে নবীজীর নামায