• 01914950420
  • support@mamunbooks.com

ভূমিকা

ক. নিরপেক্ষতা বজায় রাখার প্রচেষ্টা
আমি নিজের কাছে নিরপেক্ষ থেকে বইটি রচনা করেছি। দীর্ঘদিনের অধ্যয়ন ও গবেষণার পর যে সত্য আমার কাছে উদ্ভাসিত হয়েছে, তা-ই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। 'নিরপেক্ষতা' বলতে আমি বোঝাতে চাই, কোনো অবস্থাতেই জেনেশুনে গোঁজামিল দেইনি, এক কিছু বুঝে আরেক কিছু লিখিনি কিংবা কোনো তথ্য গোপন করিনি।

তবে মানুষ মাত্রেই ভুল হতে পারে। সেই বিবেচনায় আমি কয়েকজন জ্ঞানী, বিচক্ষণ ব্যক্তিকে দিয়ে পান্ডুলিপিটি আগাগোড়া পড়িয়েছি। তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি যেন শুধুমাত্র সাধারণ পাঠকের চোখে নয়, একজন কঠোর সমালোচকের দৃষ্টিতে পাঠ করেন। যাতে কোনো ভুল ব্যাখ্যা, গোঁজামিল বা আপত্তিকর বিষয় থেকে থাকলে তা শুধরে নেওয়া সম্ভব হয়।

এইসব সমালোচকগণ সবাই মাশাআল্লাহ যথেষ্ট সমালোচনাশীল এবং কারো কারো চিন্তায় আহলে হাদীস ভাবধারার প্রতিও সহানুভূতি রয়েছে। ফলে আমার চোখ এড়িয়ে যাওয়া কোনো বিষয় তাঁদের চোখে ধরা পড়বে—এই আশাই ছিল আমার।

আল্লাহ তাআলা তাঁদের এই খেদমতকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।


খ. আলোচনার কাঠামো
বইটিতে আমি যে পদ্ধতি অবলম্বন করেছি, তা হলো—প্রথমেই “আহলে হাদীস” শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ তুলে ধরা, সংক্ষিপ্ত বিশ্লেষণসহ। এরপর প্রতি শতাব্দীর বিখ্যাত সালাফদের বক্তব্যে আহলে হাদীস পরিভাষার ব্যবহার ও অবস্থান বিশ্লেষণ করা হয়েছে।

এই ক্ষেত্রে আমি বিশেষভাবে মুহাদ্দিস ও হাদীস বিশেষজ্ঞদের বক্তব্যকে প্রাধান্য দিয়েছি। কারণ, এই বিষয়ে তাঁদের মতামতের গুরুত্ব অপরিসীম।


গ. প্রাসঙ্গিক ঐতিহাসিক পরিপ্রেক্ষিত
প্রতি শতাব্দীতে হাদীসশাস্ত্রের খেদমতের একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে পাঠক ঐ সময়ের পটভূমি সম্পর্কে একটি ধারণা পাবেন।


ঘ. মনীষীদের সংক্ষিপ্ত পরিচিতি
যে সকল মনীষীর বক্তব্য বইটিতে এসেছে, তাঁদের সংক্ষিপ্ত জীবনীও উল্লেখ করেছি। এতে পাঠক সংক্ষেপে হলেও বহু মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে অবহিত হবেন। এর মাধ্যমে সহস্র বছরের বিখ্যাত মুহাদ্দিসদের একটি সংক্ষিপ্ত তালিকাও পাঠকের সামনে উপস্থাপিত হয়েছে।


ঙ. সংক্ষিপ্ততা ও ভারসাম্য রক্ষা
বইয়ের কলেবর বৃদ্ধি রোধে প্রতিটি মনীষীর এক বা দুইটি বক্তব্যের বেশি উপস্থাপন করা হয়নি। পাঠকের যেন এমন ধারণা না হয় যে, তাঁদের আর কোনো বক্তব্য পাওয়া যায় না—সেজন্য এই বিষয়টি আগেই স্পষ্ট করে দিচ্ছি।


চ. আরবি পাঠ সংযুক্তির উদ্দেশ্য
প্রতিটি বক্তব্য উপস্থাপনের সময় আরবিপাঠও যুক্ত করা হয়েছে। যাতে পাঠকরা চাইলেই অনুবাদটির যথার্থতা যাচাই করতে পারেন। মূল পাঠ থাকার ফলে মূলসূত্র খুঁজে পাওয়া এবং প্রাসঙ্গিক প্রসঙ্গ যাচাই করাও সহজ হবে ইনশাআল্লাহ।

আমরা চাই না পাঠকের মনে কোনো ধোঁয়াশা থেকে যাক। আমাদের লক্ষ্য সত্য ও বাস্তবতার বুকে পৌঁছানো—অর্ধসত্য বা বিকৃত তথ্য দিয়ে বাস্তবতাকে আড়াল করাকে আমরা ঘোরতরভাবে প্রত্যাখ্যান করি।


ছ. বইটি খণ্ডনমূলক নয়
এই বই কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য লেখা হয়নি। বরং দীর্ঘ অধ্যয়নের ফসল হিসেবে যে বাস্তবতা আমার সামনে এসেছে, সেটাই পাঠকের সামনে তুলে ধরেছি।

তবে কিছু বিষয়ে আমি পরিশিষ্ট অংশে আলোকপাত করেছি, যেগুলো কিছু লেখকের উপস্থাপিত বক্তব্য থেকে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করার প্রয়োজনে এসেছে। প্রমাণ ভিত্তিক আলোচনার সুবিধার্থে কোথাও কোথাও টীকায় নির্দিষ্ট বইয়ের নাম উল্লেখ করতে হয়েছে, যদিও মূল লেখায় তা পরিহার করা হয়েছে।


সমাপ্তি ও অনুরোধ
আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন। পাঠকদের প্রতি আমার বিনীত অনুরোধ—আপনারা যেন দলীয় চশমা খুলে, খোলা মনে ও নিরপেক্ষ চিন্তায় বইটি অধ্যয়ন করেন।

বইয়ে আমার কোনো বক্তব্যের ব্যাপারে প্রশ্ন, আপত্তি বা সংশোধনের প্রয়োজন মনে হলে আমাকে জানাতে কার্পণ্য করবেন না। যদি আপনার কথা যৌক্তিক ও বাস্তবসম্মত হয়, আমি তা বিনা দ্বিধায় মেনে নিতে প্রস্তুত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত সত্যের অনুসারী করে কবুল করুন।

Title সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস
Author
Publisher মাকতাবাতুল আসলাফ প্রকাশনী
ISBN
Edition
Number of Pages
Country Bangladesh
Language Bengali,
আবদুল্লাহ আল মাসউদ, Abdullah Al Masood
আবদুল্লাহ আল মাসউদ, Abdullah Al Masood

Related Products

Best Selling

Review

0 Review(s) for সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

Subscribe Our Newsletter

 0