লেখকের কাজ তো অবিরাম পথ-চলা। পথ চলার অপ্রাপ্তির বেদনাটুকু,দীর্ঘশ্বাসের মতো আড়ালে থাকা সময়,জয়-পরাজয়,ভালোবাসা বা বঞ্চনা,স্বপ্ন,সম্ভাবনা তার সঙ্গী হয়। সেই সঙ্গ থেকেই দেওয়ান সালাউদ্দিনের ‘জেল জীবনের কথা’। লেখকের আকাঙ্খা থাকে তার লেখনী শেষ হবার পরও তার রেশটুকু অনুরণিত হবে পাঠকের মনে। মূর্ছনা ধরে রাখার জন্য সেতারে ৯ থেকে ১৩টি তার থাকে। আমাদেরও আকাঙ্খা দেওয়ান সালাউদ্দিনের বইয়ের বর্ণনার তারে বহুবিস্তারী এক কথককে সুরের মূর্ছনায় আরও গভীর করে পাওয়ার। প্রগতি,শিক্ষা,সাম্য,সুনীতি,ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর যে সংগ্রাম ও ত্যাগ,সেটা আমাদের অগ্নিযুগের বিপ্লবীদের কথাকেই স্মরণ করিয়ে দেয়। শুধুমাত্র ভিন্নমত পোষণের অজুহাতে অজস্র্র মামলায় জড়িয়ে তাঁকে যেভাবে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়,তা এদেশের রাজনীতির ইতিহাসে বিচারহীনতার একটি নৈরাজ্যিক দৃষ্টান্ত হয়েই থাকবে। ‘
Title | জেল জীবনের কথা |
Author | দেওয়ান সালাউদ্দিন বাবু,Dewan Salauddin Babu |
Publisher | প্রতিভা প্রকাশ |
ISBN | 9789849468615 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 120 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for জেল জীবনের কথা