মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে তখন তার অন্তরের উপর মোহর মেরে দেওয়া হয়,ফলে সে দ্বীনের ব্যাপারে উদাসীন হয়ে যায়। তার অন্তরে দ্বীনের কোনো বিষয় আর প্রবেশ করে না। কারণ মানুষ যখন গুনাহ করে,তার অন্তরের উপর একটি দাগ পড়ে। অতঃপর তার গুনাহ যত বাড়তে থাকে দাগের পরিমাণও বাড়তে থাকে,এভাবে দাগ পড়তে পড়তে একসময় অন্তরে জং ও মরিচা ধরে যায়। আর জং ও মরিচার পরিমাণ বাড়তে বাড়তে একসময় অন্তরের উপর মোটা আবরণ তৈরি হয়ে অন্তর একেবারে অবরুদ্ধ হয়ে যায়। আল্লাহ তা‘আলা বলেন کَلَّا بَلۡ ٜ رَانَ عَلٰی قُلُوۡبِہِمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ কখনো নয়,বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। সূরা মুতাফফিফিন-১৪
Title | গুনাহের কু-প্রভাব ও মুক্তির উপায় |
Author | সাঈদ ইবনে আলী আল কাহতানী, Saeid Ibn Ali Al Kahtan |
Publisher | আত তাওফীক প্রকাশন, At tawfique Prokashon |
ISBN | |
Edition | 1st Published, 2024 |
Number of Pages | 112 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for গুনাহের কু-প্রভাব ও মুক্তির উপায়