‘উৎকলিত’ গদ্যসংকলনের চারটি পর্বে প্রতিফলিত হয়েছে এ দেশের মনন, সৃজন ও কর্মক্ষেত্রের ১২০ জন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মুখচ্ছবি ও কর্মপ্রতিকৃতি। লেখাগুলো মূলত রচিত হয়েছে অতিমারিকালের ঘরবন্দি সময়কে কেন্দ্র করে—যখন স্মৃতির আলোয় ফিরে দেখা, ভাবনায় গভীর ডুব দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল।
এই সংকলনে স্থান পাওয়া ব্যক্তিদের অনেকেই লেখকের প্রত্যক্ষ পরিচয়ের আওতায় না এলেও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা থেকেই তাঁরা উঠে এসেছেন লেখকের তুলিতে। তাঁদের মধ্যে রয়েছেন আমাদের সমাজ-সাংস্কৃতিক জগৎকে আলোকিত করা বহু অনন্য ব্যক্তিত্ব—যেমন: আস্থাব উদ্দীন আহমদ, বারীন মজুমদার, বাবু রহমান, মোহাম্মদ খালেদ, নুরুল আনোয়ার খান, আবদুল করিম, অনুপম সেন, শামসুর রাহমান, ওয়াহিদুল হক, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, অরুণ দাশগুপ্ত, আবুল হাসনাত (মাহমুদ আল জামান), মুহম্মদ নূরুল হুদা, সেলিম আল দীন, মনসুর উল করিম, শান্তনু কায়সার, জয়দুল হোসেন, ময়ুখ চৌধুরী, মোস্তফা ইকবাল, অভীক ওসমান, সৈয়দ মহিউদ্দিন, সুভাষ দে, শুক্লা ইফতেখার, এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিদ্দিক আহমেদ, আমিরুল কবির চৌধুরী, মোহাম্মদ হোসেন খান, হারুন-অর-রশীদ খান, মোহাম্মদ ইদ্রিছ (অদ্রীশ) প্রমুখ। তাঁদের স্নেহ ও প্রেরণার ছায়া লেখকের তরুণ বয়সে প্রাপ্তি হিসেবে ছিল দুর্লভ এক সৌভাগ্য—যাঁদের অধিকাংশ আজ প্রয়াত।
এছাড়াও সংকলনে উঠে এসেছে লেখকের সমসাময়িক সাহিত্যকর্মীদের কণ্ঠ—যেমন: মহীবুল আজিজ, মামুন হুসাইন, সোহেল রাব্বি, শাহিদ আনোয়ার, সরকার আশরাফ, এজাজ ইউসুফী, রাশেদ মাহমুদ, মোহাম্মদ সেলিম উল্লাহ, খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, সেলিনা শেলী, ওমর কায়সার, খালেদ হামিদী, আকতার হোসাইন, কামরুজ্জামান জাহাঙ্গীর ও আমিনুর রহমান সুলতান।
তেমনি যুক্ত হয়েছে পরবর্তী প্রজন্মের কবি ও সাহিত্যসাধকদের মুখচ্ছবি, যাঁরা লিটল ম্যাগ ও কবিতা চর্চার ধারাবাহিকতাকে এগিয়ে নিচ্ছেন নিবেদিত পদাতিক হিসেবে—যেমন: শামীম রেজা, জফির সেতু, জিললুর রহমান, মোস্তাক আহমাদ দীন, খোকন কায়সার, ওবায়েদ আকাশ, অলকা নন্দিতা, খালেদ মাহবুব মোর্শেদ, আসিফ নূর, সিরাজুল হক সিরাজ, মামুন মুস্তাফা, শাহানা আক্তার, হিমেল বরকত, ভাগ্যধন বড়–য়া প্রমুখ। তাঁদের সঙ্গে লেখকের পথচলার সংযোগ, এবং অন্তর্জাগতিক আশা ও স্বপ্নের নিরব বহমানতা থেকেই এই প্রোফাইলগুলো রচিত।
উল্লেখযোগ্য যে, এই ধারাটি এখানেই শেষ নয়—গ্রন্থের কলেবর সীমিত রাখতে দ্বিতীয় খণ্ডের প্রস্তুতিও ইতোমধ্যে চলমান।
Title | চার গ্রহের বাসিন্দা |
Author | হাফিজ রশিদ খান, Hafiz Rashid Khan |
Publisher | অনুপ্রাণন প্রকাশন, Onupranon Prokashon |
ISBN | 9789849741619 |
Edition | 1st Edition, 2023 |
Number of Pages | 336 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for চার গ্রহের বাসিন্দা