• 01914950420
  • support@mamunbooks.com

নজরুল চির বিরহী, চির বিস্ময়। অভিমানে চিরতরে দূরে সরে যাওয়া এই কবি আবির্ভাবে ধূমকেতু, আর আচরণে ঝঞ্ঝার মতো। কখনো মুয়াজ্জিন, কখনো মক্তবের শিক্ষক; কখনো লেটো দলে ‘ব্যাঙাচি’, কখনো রুটি বানানো কারিগর ওয়াহেদ বক্সের দোকানে। নজরুল যেন এক অতৃপ্ত পরিযায়ী প্রাণ—কখনো বুলবুলশোকে সিক্ত, কখনো ফজিলাতুননেসার বিচ্ছেদে রিক্ত।

অজয় নদীর তীরে বেড়ে ওঠা নজর আলী গোমতীর পাড়ে বাঁশি বাজায়; নার্গিসকে বঞ্চিত করে আশালতায় আনে হাসি। তবু সে বাঁধনহারা, বুক ভরা তার রিক্ততার বেদনা, ঝর্ণার খরধারার মতো প্রবাহমান। রানুর কণ্ঠে ঢালে সুর, নিজে নিপাত করে অসুর। বাজায় অগ্নিবীণা—আগুন জ্বালে আগুন বিনা। গায় ভাঙার গান, তার অর্ঘ্য শুধুই ব্যথার দান।

মানুষ নজরুল সংবেদী, আর কবি নজরুল সংহারী। জাহেদা মায়ের চোখে সে অবুঝ, দেশমায়ের কাছে সে চিরসবুজ। প্রেমিক নজরুল দুর্মর, আড্ডার নজরুল উদ্দাম। যোদ্ধা যেমন, তেমনি বোদ্ধা—রণক্ষেত্রে হাবিলদার নজরুল, আর কলাক্ষেত্রে সৌন্দর্যের অপ্রতিম দ্বাররক্ষক।

নজরুল কীটস ও রবীন্দ্রনাথে অনুরক্ত ছিলেন ঠিকই, কিন্তু তিনি মজিয়ে তুলেছেন বঙ্গবন্ধুকেও, ‘জয় বাংলা’ দিয়ে জাগিয়েছেন বাঙালির আত্মা। শোষিতের যীশু নজরুল, যাকে দারিদ্র্য করেছে মহান। নজরুল চির শিশু—যার সারল্য নিদ্রাহীন, বিশুদ্ধ।

‘অগ্নিবীণা’র শতবর্ষে এসেও নজরুল রয়ে গেছেন আরাধ্য, থেকে গেছেন আস্বাদ্য। নজরুলতপস্যায় মগ্ন হয়ে, তাঁর মননশস্য থেকে আহরণ হোক অমৃত নির্যাস। চিরজীবী নজরুলে অনিরুদ্ধ হয়ে উঠুক আমাদের সৌন্দর্যচর্চা—জাগুক মুক্তির গান, প্রাণ পাক অনন্ত অনুরণন।

Title মননশস্যে নজরুল
Author
Publisher অনুপ্রাণন প্রকাশন, Onupranon Prokashon
ISBN 9789849698909
Edition 1st Edition, 2024
Number of Pages 96
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for মননশস্যে নজরুল

Subscribe Our Newsletter

 0