‘টাইপ-সি’ উপন্যাসটা পড়ে আমার একান্ত নিজস্ব কিছু মত—
গ্রাম, গ্রামের রাস্তা, বিল আরো সুন্দরসুন্দর দৃশ্যের বর্ণনা এবং কিছু উপমার মধ্য দিয়ে গ্রামীণ পটভূমিতেই উপন্যাসের শুরু। শুরুতেই অতিপ্রাকৃত বা ভৌতিক ঘটনার মাধ্যমে গ্রামীণ প্রায় সব বয়সী মানুষের ডিভাইসের প্রতি আসক্তির বিষয়টাও উঠে এসেছে।
উঠতি বয়সী ছেলে মেয়েদের হাতে চাওয়ামাত্র বা অনেকসময় নানান চাপে পড়ে বাধ্য হয়েই স্মার্টফোন তুলে দিই আমরা অভিভাবক বা মা-বাবারা এবং মোটামুটি এসবেরই ফলস্বরূপ পরে আফসোস বা হাহাকারের করুণ দৃশ্য দেখতে পাই উপন্যাসে। হাতেহাতে এই ফোন, ইন্টারনেট আর তার যথেচ্ছ ব্যবহার ছোট বড়ো সবার। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অশ্লীল কাজে, অপরাধমূলক কাজে জড়িয়ে সেখান থেকে পরিত্রাণ পেতে পিনু’র আবারও ভয়ঙ্কর অপরাধে জড়ানো। পুরো উপন্যাসে একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো মূলত আমাদের বর্তমান সমাজ, পরিবার এবং রাজনৈতিক নীতি নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের চিত্রই তুলে এনেছেন লেখক।
শুরুতেই পরিমল এবং তার স্ত্রী চন্দনার সাথে প্রায় একই সময়ে ভৌতিক ঘটনার অবতারণা লেখক করেছেন। পরে এই ব্যাপারে কোনও যৌক্তিক ব্যাখ্যা পাই নাই। আবার মাসুদাকে নিয়ে জুয়েলের পরিকল্পনাটাও আমার কাছে পরিস্কার না! এই প্রশ্নগুলো আমার মনে থেকে গেছে উপন্যাসের শেষ অব্দি। আবার যেভাবে গুছিয়ে গ্রামীণ পরিবেশের ইলাবোরেট বর্ণনায় উপন্যাসটার শুরু তিনি করেছিলেন, শেষে গিয়ে কিছুটা তাড়াহুড়ায় শেষ হলো, মনে হয়েছে আমার কাছে। তবে শিক্ষা হিসেবে আমাদের জন্য থেকে যাবে, কারো কথা না মেনে পিনু’র ভুল পথে পা বাড়ানো এবং ফিরে আসার পথেও তার রক্তাক্ত ইতিহাস রচনা!
সন্তানস্নেহে অন্ধ হয়ে চাওয়ামাত্র সব দিয়ে তাদের বেয়াড়া হবার প্রথম পদক্ষেপ যেনো আমরা নিজেরাই না নিই। ছোটবেলা থেকেই তার ভালো-মন্দের বিষয়গুলো অনেকটা নিয়ন্ত্রণ করতে পারার জ্ঞানটুকু অভিভাবক বা বড়োদের থাকা জরুরী।
Title | টাইপ-সি |
Author | লুৎফর হাসান,Lutfar Hasan |
Publisher | অন্যপ্রকাশ |
ISBN | 9788849958147 |
Edition | 1st Published, 2025 |
Number of Pages | 72 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for টাইপ-সি