• ০১৯১৪-৯৫০৪২০ (বিকাশ পেমেন্ট)
  • support@mamunbooks.com

বাংলাদেশের মুক্তিসংগ্রাম শুরু হয়েছিল নিয়মতান্ত্রিক পথেই। তবে চূড়ান্তপর্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে, আসে স্বাধীনতা। লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও তাঁর সতীর্থরা ষাটের দশকের শুরুতে পাকিস্তানি সেনাছাউনিতে বসে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, করেছিলেন বিদ্রোহের পরিকল্পনা। সেই পরিকল্পনায় সম্পৃক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কিছু বাঙালি রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা। এর ফলে তাঁদের ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য় অভিযুক্ত হতে হয়। তাঁরা সফল হননি সত্য। তবে তাঁদের দেখানো পথেই একাত্তরে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করেছেন; সেনাছাউনি থেকে অস্ত্র হাতে বেরিয়ে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন।

সেনা-বিদ্রোহের পরিকল্পনা বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। মূলধারার ইতিহাসবিদদের কাছে তা যথাযথ গুরুত্ব পায়নি। কোনো কোনো ইতিহাস রচয়িতা ঘটনাটি এড়িয়ে গেছেন। কেউ বা আগরতলা মামলাকে দেখেছেন কেবল পাকিস্তানি শাসকগোষ্ঠীর কারসাজি হিসেবে। এর আড়ালের সত্য অনুসন্ধানে সচেষ্ট হয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক আবু সাঈদ খান। এই বইয়ে তিনি কিছু অপ্রকাশিত তথ্যও তুলে ধরেছেন। পাশাপাশি এসব স্বাধীনতা-সংগ্রামীর জীবনবৃত্তান্ত, একাত্তরে তাঁদের অবস্থান এবং স্বাধীনতা-উত্তর ভূমিকার ওপরও আলোকপাত করেছেন।

এ বই মুক্তিসংগ্রামের ইতিহাসে নতুন সংযোজন, পাঠকদের সামনে যা ইতিহাসের অনালোকিত ও অনালোচিত অধ্যায় তুলে ধরেছে।

 

ব্যাককভার  

পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী বাঙালি সৈনিকদের ভূমিকা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে বিভিন্ন সেনাছাউনির বাঙালি সৈনিকরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। ষাটের দশকে এমনই বিদ্রোহের জন্য বাঙালি সৈনিকদের সংগঠিত করেছিলেন লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও তাঁর সঙ্গীরা।

এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সৈনিক বিপ্লবীরা ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য় অভিযুক্ত হন। তবে তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। তাঁদের দেখানো পথেই শুরু হল মুক্তিযুদ্ধ, এল স্বাধীনতা।

এই গর্বিত অধ্যায় আজ উপেক্ষিত। ইতিহাসের সেই সত্য বিবৃত করেছেন লেখক-গবেষক আবু সাঈদ খান, যা হয়ে উঠেছে মুক্তিসংগ্রামের অনন্য দলিল।

 

লেখক পরিচিতি

আবু সাঈদ খান : মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫২, বিভাগদী, সালথা, ফরিদপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। পেশায় সাংবাদিক। বর্তমানে দৈনিক সমকাল-এর উপদেষ্টা সম্পাদক। উল্লেখযোগ্য গ্রন্থ : ফিরে দেখা একাত্তরবঙ্গবন্ধু মুক্তিসংগ্রাম ও বাংলাদেশ রাষ্ট্রস্লোগানে স্লোগানে রাজনীতিমুক্তিযুদ্ধে ফরিদপুরবিকল্প চিন্তা বিকল্প রাজনীতিপ্রশ্নবিদ্ধ রাজনীতি ও সমকালীন সমাজপ্রত্যাশিত গণতন্ত্র ও বিবদমান রাজনীতিবলা না বলা : সমকালীন সমাজ ও রাজনীতিবোবা পাহাড়ের কান্না ও অন্যান্য গল্প

 

সংযুক্তি :

ফ্রন্ট কাভার

নমুনা লেখা

--

Title সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা
Author
Publisher বাতিঘর
ISBN
Edition 1st Edition, 2023
Number of Pages 208
Country Bangladesh
Language Bengali,
মোহাম্মদ জহিরুল ইসলাম, Mohammad Zahirul Islam
মোহাম্মদ জহিরুল ইসলাম, Mohammad Zahirul Islam

Related Products

Best Selling

Review

0 Review(s) for সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

Subscribe Our Newsletter

 0