হাতে কলমে এক্সপোর্ট বিজনেস
                                                                                
 559gram
                                                                            
                                SKU: ZLGARCX
বিসমিল্লাহির রহমানির রাহিম।
লেখকের কথা
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তায়ালার নিকট অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ কৃপায় “হাতে কলমে এক্সপোর্ট বিজনেস” বইটি লিখতে পেরেছি।
বইটি বর্তমান সময়ে প্রকাশ পেলেও এর লেখালেখির কার্যক্রম শুরু হয়েছিল প্রায় দুই বছর আগেই। কিন্তু অপ্রতুল তথ্য এবং মানসম্মত বই প্রকাশের প্রত্যাশায় একটু দেরিই হলো বটে। তবু এক্সপোর্ট লার্নারদের জনা ভালো কিছু করতে পেরে আমি অত্যন্ত আনন্দবোধ করছি।
প্রকৃতপক্ষে আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টস, আমার লার্নিং গ্রুপ “হাতে কলমে এক্সপোর্ট বিজনেস” এবং আমার পরিবারের সবার কাছে কৃতজ্ঞ। কেননা, তারা আমাকে বিশেষ সহযোগিতা করেছে বলেই আমি বইটি লিখার মতো যোগ্যতা অর্জন করেছি। তার মধ্যে আমার বাবা, মা, ভাই, বোন এবং আমার স্ত্রী ও সন্তান অন্যতম। বিশেষ করে আমার স্ত্রীর উৎসাহ আর অনুপ্রেরণা আমার এই বই লেখার অর্ধেকটা পথ এগিয়ে দিয়েছে। এছাড়াও বইটি লেখায় যারা আমাকে উৎসাহ জুগিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। বইটি প্রকাশের জন্য অদম্য প্রকাশের ব্যবস্থাপনা পরিচালক নাজিব রাফেসহ প্রতিষ্ঠানের সবার সার্বিক সহযোগিতা মনে রাখার মতো।
এ বইটি লিখার সময় আমি ছাত্র-ছাত্রীদের সার্বিক বিষয় বিবেচনায় রেখেছি। বইটি লেখার ক্ষেত্রে আমি আমার বাস্তব অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দিয়েছি। এছাড়া দেশি-বিদেশি কিছু জার্নালের সাহায্য নেওয়া হয়েছে। সন্দেহের অবকাশ নেই যে, বইটি মানসম্মতভাবে রচনা করতে গিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। তথাপিও পর্যাপ্ত তথ্য এবং জার্নালের সীমাবদ্ধতার কারণে এর মধ্যে ভুলত্রুটি থাকা অস্বাভাবিক কিছু নয়। আশা করছি পরবর্তী সংস্করণে আরও নির্ভরযোগ্য তথ্য এবং জার্নাল উপস্থাপন করে বইটির আরও অধিক মানোন্নয়নের চেষ্টা করব। এ ব্যাপারে আপনাদের যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
আপনাদের সবার মঙ্গল কামনায়-
Jakid
জাহিদ হোসাইন
| Title | হাতে কলমে এক্সপোর্ট বিজনেস | 
| Author | জাহিদ হোসাইন, Zahid Hossain | 
| Publisher | অদম্য প্রকাশ | 
| ISBN | |
| Edition | Book Fair - 2022 | 
| Number of Pages | 351 | 
| Country | Bangladesh | 
| Language | Bengali, English, | 
 
                                                     
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                                                                                         
                                     
                                                                                 
                                                            






0 Review(s) for হাতে কলমে এক্সপোর্ট বিজনেস