ব্যাংক, বিসিএস, নন-ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা কর্তৃক গৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির নিয়োগের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অনু বিষয় প্রশ্ন দেওয়া হয়। তবে আমাদের দেশের বাজারের বইগুলোতে বিগত সালের পরীক্ষার আসা নুন এবং শব্দাতার দেওয়া থাকলে ानা সামান্য বইগুলোতে সাবলীল অনুবাদ ি রয়েছে, রয়েছে প্রচুর পরিমাণে ভুল। শিক্ষার্থীদের কাছ থেকে একটি ভা অনুবাদের বই তাই সব সময়ই দাবি ছিল। আর সে দাবি পূরণের লক্ষ্যে এই অনুবাদ বইটি লেখা। অনুবাদের মৌলিক নিয়ম, পর-পত্রিকা পড়া ন প্রয়োজনীয় শব্দভাণ্ডার, পত্রিকার শিরোনাম লেখার নিয়ম, অনুবাদগুলোকে বিষয়ভিত্তিক চ্যাপ্টারে সাজানো, প্রতিটি চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় শব্দ, প্রথনে বিগত সালের প্রশ্ন তারপর শব্দভাণ্ডার এবং তারপর অনুবাদসহ আরো অনেক পূর্ণ বইটি লেখা হয়েছে দেন দুর্বল থেকে সবল শিক্ষার্থী অনুষ্ঠান বইটি পড়ে অনুধানে পারদর্শী হতে পারে। বইটি যে শুধু যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য উপযোগী তা বরং যেকোনো শ্রেণির শিক্ষার্থী যারা অনুবাদ শিখতে চান না অনুবাদে ভালো করতে চান না ইংরেজি পত্রিকা পড়ে বুঝতে চান তাদের জন্য বইটি বেশ ভালো হবে বলে আমার বিশ্বাস। মোনা শিক্ষার্থীরা বা চাকরি নি পরীক্ষার্থীরা যাতে ভালো করতে পারে সেই উদ্দেশ্যে মূলত বইটি লেখা।
তবে বইটিকে নির্ভুল করার শত চেষ্টা করা বইটির একালে বাকোর অনুবাদ, অনুশীলন aৈft, জন, শব্দতারার প্রস্তুত ৰা কম্পিউটারায়ণের যেকোনো ধাপে দৃষ্টির অগোচরে বা অনিকৃত কিছু রয়ে গেলে তার জন্য ক্ষমাপ্রার্থী। পরিশেষে পরীক্ষার্থী এবং শিক্ষার্থীদের সর্বস্তরের পাঠকের বইটি কাজে লাগবে এবং বইটি সংশোধনে গঠনমূলক সমালোচনা পেলে আনন্দিত হব এবং আমার পরিশ্রম সার্থক হবে বলে ধরে নিব।
Title | Tuhin's Translation practice guidelines |
Author | tuhin's, তুহিন'স |
Publisher | তুহিন'স পাবলিকেশন্স |
ISBN | |
Edition | মার্চ , ২০২২ |
Number of Pages | 862 |
Country | Bangladesh |
Language | Bengali, English, |
0 Review(s) for Tuhin's Translation practice guidelines