• 01914950420
  • support@mamunbooks.com

আরেকবার সীমান্ত এলাকায় পাকিস্তানি সৈন্যদের সঙ্গে দাদুদের সামনাসামনি যুদ্ধ হয়। এ যুদ্ধে ১০ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। পনেরো জন বন্দি হয়। একবার দাদুরা খবর পেলেন, নৌকা বোঝাই হয়ে পাকিস্তানি সৈন্যরা তাদের গ্রামের দিকে আসছে। রাজাকারদের কাছে তারা মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পেয়েছিল। তাদের কাছে অত্যাধুনিক সব অস্ত্র। মুক্তিযোদ্ধারা গুলি করে বোমা মেরে আক্রমণ করে। দুই নৌকা ভরতি পাকিস্তানি সৈন্য এবং রাজাকারের দল। রাজাকারদের মাথায় সাদা টুপি এবং সৈন্যদের মাথায় হেলমেট। মুক্তিযোদ্ধাদের আক্রমণে দুটি নৌকাই নদীর পানিতে ডুবে যায়। পাকিস্তানি সৈন্যরা সাঁতার জানে না। রাজাকারদের অনেকে সাঁতার কেটে তীরে উঠলে তাদের বন্দি করা হয়। রাজাকাররা সবাই বাঙালি। তারা পাকিস্তানি সৈন্যদের পথ দেখিয়ে গ্রামে নিয়ে আসত। শত্রদের সঙ্গে তারা মানুষের ঘরবাড়ি লুটপাট করত, আগুন লাগাত আর গ্রামবাসীদের হত্যা করত। রাজাকাররা না থাকলে অনেক আগেই দেশ স্বাধীন হতো। শাহেদ জিগ্যেস করে, যুদ্ধে শুধু পাকিস্তানি সৈন্যরা মারা যেত, তোমাদের মধ্যে কেউ হতাহত হতো না? দাদু বলেন, আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা শহিদ হয়েছে, আহত হয়েছে। সীমান্ত এলাকায় লড়াইয়ের সময় আমার এক সহযোদ্ধা সুবেদার করিম বক্স আহত হয়। আমি শত্রæর পোলাগুলি উপেক্ষা করে, ক্রলিং করে এবং গুলি ছুড়ে করিম বক্সকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু শেষ রক্ষা হলো না। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আমার ডান পায়ে গুলি লাগে। এই দেখো না, এখনও আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলিÑবলে পা দেখালেন দাদু।

Title আমি বঙ্গবন্ধু হবো
Author
Publisher বাংলাপ্রকাশ
ISBN
Edition
Number of Pages
Country Bangladesh
Language Bengali,

Related Products

Best Selling

Review

0 Review(s) for আমি বঙ্গবন্ধু হবো

Subscribe Our Newsletter

 0