বিটিভির জন্য নির্মিত হচ্ছিল হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক 'অয়োময়'। ভাটি অঞ্চলের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। ভাটি অঞ্চলের মানুষ ছয় মাস চাষাবাদ করে, ছয় মাস বসে থাকে। এই সময়ের একটি বড়ো অংশ তারা। গানবাজনা করে সময় কাটায়। হুমায়ূন প্রথমে ভেবেছিলেন যে প্রচলিত গীত ব্যবহার করবেন নাটকটিতে। কিন্তু পছন্দ হলো না। শেষমেশ নিজেই লিখে ফেললেন গান। সংগীত পরিচালক ওমর ফারুক গানের কথা দেখে ছ্যা ছ্যা করে উঠলেন। জঘন্য হয়েছে। কার লেখা এ গান? হুমায়ূন কাচুমাচু হয়ে বললেন, আমারই লেখা। ওমর ফারুক বললেন, গান লেখার তো আপনি কিছুই জানেন না। মিল কোথায়? সঞ্চারী কই? হুমায়ূন নরম গলায় বললেন, কী করে গান লিখতে হয় শিখিয়ে দিন। আমি দ্রুত শিখতে পারি। ওমর ফারুক তাকে গান লেখার তালিম দিলেন। হুমায়ূন লিখে ফেললেন। ওমর ফারুকের পছন্দ হলো। তিনি সুর করে হুমায়ূন আহমেদকে শোনাতেই হুমায়ূন ছ্যা ছ্যা করে উঠলেন। ওমর ফারুক প্রথমে গানের কথা শুনে যেভাবে ছ্যা ছ্যা করে উঠেছিলেন, হুমায়ুনও সেভাবে ছ্যা ছ্যা করে উঠলেন, কার সুর করা এই গান? জঘন্য হয়েছে। ওমর ফারুক রসিকতা ধরতে পারলেন না। রাগে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছিলেন তিনি। এমন সময় বিটিভির পরিচালক নওয়াজীশ আলি খান এলেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন যে হুমায়ূন আহমেদ রসিকতা করেছেন। কিন্তু ওমর ফারুক কিছুই বুঝতে চাইলেন না। তিনি চিৎকার করে বলতে লাগলেন, হুমায়ূন সাহেব, গানগুলো প্রচার হোক। তখন আপনিই বলবেন, ওমর ফারুক দ্য গ্রেট। গানগুলো প্রচার হলো, শ্রোতাপ্রিয়তা পেল। ওমর ফারুক হুমায়ূনের কাছে এসে বললেন, কী, বলেছিলাম না...। হুমায়ূন বললেন, আমি স্বীকার করি ওমর ফারুক দ্য গ্রেট, বাট অ্যাজ এ মিউজিশিয়ান। কিন্তু যে লোক রসিকতা বুঝতে পারে না তাকে বন্ধু হিসেবে গ্রেট বলি কী করে?
Title | হুমায়ূন রসিকতা |
Author | জহিরুল ইসলাম, Johirul Islam |
Publisher | বাংলাপ্রকাশ |
ISBN | 9789844291195 |
Edition | 2019 |
Number of Pages | 84 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for হুমায়ূন রসিকতা