এই গ্রন্থের অন্তর্ভুক্ত রচনাগুলাে উনিশশাে ছেষট্টি থেকে উনিশশাে বিরানব্বই সালের মধ্যবর্তী সময়ে লিখিত। একজন মানুষের জীবনে তিরিশ বছর বড়াে কম সময় নয়। এই সময়ের পরিসরে আমার চিন্তাভাবনার মধ্যে কি ধরনের বিবর্তন ঘটেছে, তার একটা পরিচয় নিশ্চয়ই প্রবন্ধগুলাের মধ্যে পাওয়া যাবে। দুটো মূল রচনা এবং একটি অনুবাদ প্রবন্ধ ছাড়া অন্যান্য লেখা ইতিপূর্বে নানা সময়ে প্রকাশিত আমার প্রবন্ধ গ্রন্থ (ক) বাংলাভাষা রাজনীতির আলােকে (খ) বাঙালী মুসলমানের মন’ এবং (গ) শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য প্রবন্ধের অন্তর্ভুক্ত হয়েছিলাে। এই গ্রন্থ তিনটিতে সাহিত্য বিষয়ক রচনা ছাড়াও সামাজিক রাজনৈতিক ও সমকালীন প্রসঙ্গের ওপর লেখা বেশ কিছু রচনা স্থান পেয়েছে। শুধু সাহিত্যবিষয়ক রচনাগুলাে বেছে নিয়ে এই গ্রন্থে সংকলিত করা হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত আমার প্রবন্ধ পুস্তক সমূহে স্থান পাওয়া অন্য ধরনের লেখাগুলাে নিয়ে আরাে দুটো সংকলন. এই বছরে একই সময়ে প্রকাশিত হতে যাচ্ছে।
আমার পূর্ব প্রকাশিত প্রবন্ধ পুস্তক সমূহের সবগুলাের নতুন সংস্করণ প্রকাশিত হবে সে বিষয়ে আমি নিশ্চিত নই। মুখ্যতঃ সে কারণে পূর্বে প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ তিনটি যাদের উৎসর্গ করেছিলাম সেই নামগুলাে বর্তমান সংকলনের ভূমিকায় উল্লেখ করা একটি কর্তব্য বলে মনে করি। বাংলাভাষা রাজনীতির আলােকে’ গ্রন্থটি আমি বেগম হুসনে আরা হক এবং আজিজুল হক সাহেবের নামে উৎসর্গ করেছিলাম। বাঙালী মুসলমানের মন’ গ্রন্থটি জনাব লুতফর রহমান সরকার এবং আমার প্রকাশক বন্ধু প্রয়াত মােস্তফা কামালের নামে উৎসর্গ করা হয়েছিলাে। শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য প্রবন্ধের উৎসর্গের পাতায় প্রীতিভাজন কাজী আকরম হােসেনের নাম উল্লেখ করা হয়েছিলাে।
মূলতঃ মানুষ এবং নজরুলের কাছে আমাদের ঋণ’ এ রচনা দুটো পূর্বের কোনাে গ্রন্থে স্থান পায়নি। অপেক্ষাকৃত সাময়িককালে রচনা দুটো লেখা হয়েছে। মূলতঃ মানুষ’ লেখাটি সাপ্তাহিক উত্তরণে প্রকাশিত হয়েছিলাে। নজরুলের কাছে আমাদের ঋণ’ লেখাটি ১৯৬৯ সালের নজরুল জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমীতে পাঠ করার জন্য লেখা হয়েছিলাে। পরে লেখাটি কাব মুস্তফা নূরউল ইসলাম সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সুন্দরম' এ রূপা হয়েছিলাে। পত্র পত্রিকার সম্পাদকবৃন্দ এবং পূর্ববর্তী প্রবন্ধ গ্রন্থসমূহের প্রকাশকদের কাছে আমি অপরিসীম ঋণে ঋণী। মুদ্রণের সময় লেখাগুলাের এম প্রকাশের কালানুক্রম রক্ষিত হয়নি। বিষয়ের প্রতি প্রাধান্য দেয়ার কারণেই
Title | আহমদ ছফার প্রবন্ধ |
Author | আহমদ ছফা, Ahmad Chafa |
Publisher | স্টুডেন্ট ওয়েজ |
ISBN | |
Edition | |
Number of Pages | |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আহমদ ছফার প্রবন্ধ