আরব্য রজনী খ্যাত আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ খলিফা হারুন উর রশীর ইসলামের ইতিহাসের গৌরব। লেবাননের খৃষ্টান ঐতিহাসিক জুরজি যায়দান ইসলামের ইতিহাসকে কেন্দ্র করে বাইশটি উপন্যাস রচনা করেছেন। ‘আব্বাসা উখত রশীদ’ বা রশীদ ভগ্নি আব্বাসা শীর্ষক উপন্যাসটি এর মধ্যে অন্যতম। এ উপন্যাসে খলীফ হারুনের সময়কাল ফুটে উঠেছে। তার খেলাফত কালে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে খলীফা কর্তৃক বার্মেকীদের পতন। বার্মেকীরা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন। ঐতিহাসিক এ ঔপন্যাসিক প্রকৃত ইতিহাসের সাথে প্রমে কাহিনীর সংমিশ্রণ ঘটিয়ে উপন্যাস ও ইতিহাসকে সুপাঠ্য ও জনপ্রিয় করে তুলেছেন। খলিয়া ভগ্নি রাজকুমারী আব্বাসার সাতে বার্মেকী উযির জাফর বিন ইয়াহিয়ার গোপন প্রেম বার্মেকীদের পতন ত্বরাণ্বিত করেছিল। খলিফা হারুনের মত ন্যায়পরায়ণ,মহানুভব, বিজ্ঞ দেখান ভীষণ ভালোবাসা সত্ত্বেও বার্মেকীদের প্রতি যে নিষ্ঠুরতা দেখান এ উপন্যাসে জুরজি যায়দান সে কাহিনীই বর্ণনা করেছেন। প্রাথমিক যুগের আব্বাসীয় খলিফাদের এবং বিশেষ করে খলিফা হারুন উর রশীদের শাসন-গৌরবের মূলে ছিল বার্মেকি পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং অপূর্ব কর্মকুশলতা। এই বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মেকি ছিলেন পারসিক। তাঁর পিতা বলখের বৌদ্ধবিহারের অন্যতম প্রধান পুরোহিত বা বার্মেক ছিলেন। ৭০৫ খ্রিস্টব্দে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের খিলাফত কালে সেনাপতি কুতায়বার নেতৃত্বে বলখ বিজয়ের সময় খালিদের মাতাকে যুদ্ধবন্দিতনী হিসেবে দামেশকে আনা হয়। এই অপূর্ব সুন্দরী ও গুণসম্পন্না রমনী কুতায়বার ভাই আব্দুল্লাহর রক্ষণাধীন থাকাকালে খালিদের জন্ম হয়। তার আগেরই তার মাতা মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেন। তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন খালিদ উপযুক্ত শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন।
Title | আব্বাসা |
Author | জুরজি জায়দান,Jurji Zaidan |
Publisher | রোদেলা প্রকাশনী |
ISBN | 9789848975961 |
Edition | 1st Published, 2013 |
Number of Pages | 232 |
Country | Bangladesh |
Language | Bengali, |
0 Review(s) for আব্বাসা