‘আলবদর এক বিস্ময়!' ১৯৭১ সালে মানবতাবিরােধী অপরাধে দায়ী জামায়াতে ইসলামীর নেতাদের মুখপাত্র দৈনিক সংগ্রাম প্রশংসা করে লিখেছিল। সত্যিই ছিল তারা ‘বিস্ময়। পৃথিবীর জঘন্যতম খুনি হিসেবে আলবদররা ইতিহাসে তাদের স্থান করে নিয়েছে। ১৯৭১ সালে এক বিদেশী সাংবাদিক রায়ের বাজার বধ্যভূমি দেখে আলবদরদের সম্পর্কে লিখেছিলেন, এরা মনুষ্যপদবাচ্য নয়। আলবদররা মুক্তিযােদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। গণহত্যা, ধর্ষণে অংশ নিয়েছে। নির্দিষ্টভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। জামায়াতে ইসলামীর সহযােগী সংগঠন ইসলামী ছাত্র সংঘের রূপান্তরিত হয়েছিল আলবদর বাহিনী। আলবদর বিশেষজ্ঞ পাকিস্তানের মনসুর খালেদ লিখেছেন, এদের সংখ্যাছিল ৭৩ হাজার। ছাত্র সংঘের সদস্য ছাড়াও অবাঙালি ও পাকিস্তানপন্থি অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই যােগ দিয়েছিল আলবদর বাহিনীতে। এদের প্রধান ছিলেন জামায়াতে ইসলামীর বর্তমান আমীর মতিউর রহমান নিজামী। উপ-প্রধান ছিলেন আলী আহসান মুজাহিদ। কাদের মােলা, কামরুজ্জামান-এরাও ছিলেন আলবদরদের নেতা। মানবতা বিরােধী অপরাধের দায়ে এখন তাদের বিচার চলছে। আলবদরদের ইতিহাস এতদিন ছিল রহস্যাবৃত। মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক ড. মুনতাসীর মামুন সেই রহস্য উম্মােচন করেছেন। আলবদরদের উত্থান, কীর্তিকাহিনী তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে। বাংলা ভাষার আলবদরদের সম্পর্কে প্রথম বই আলবদর ১৯৭১। ইতিহাস পাঠ যে কতাে রােমাঞ্চকর-এই গ্রন্থ পাঠে তা বােঝা যাবে।
0 Review(s) for আলবদর ১৯৭১