২০০৭ সালে নোবেল পুরস্কার ভূষিত ইংরেজ লেখক ডোরিস লেসিং জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে ‘দি গোল্ডেন নোটবুক’ ‘আফ্রিকান লাফটার’ ‘ফোর ভিজিটস টু জিম্বাবুয় ‘, ‘দি গুড় টেররিস্ট’ এবং ‘দি চিলড্রেন অব ভায়োলেন্স’ সিরিজের উপন্যাসগুলি।
দক্ষিণ আফ্রিকার রোডেশিয়ার পটভূমিতে অসচ্ছল শ্বেতাঙ্গ খামারচাষী এবং নিঃস্ব নির্যাতিত কৃষ্ণাঙ্গ শ্রমিকদের নিয়ে রচিত লেসিং এর ‘দি গ্রাস ইজ সিংগিং’ এ পাঠক সহজেই এই লেখকের শক্তিমত্তার পরিচয় পাবেন। নোবেল পুরস্কার লাভের আগে তিনি বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ১০৬ বছরে নোবেল পুরস্কারপ্রাপ্ত মহিলা লেখকদের মধ্যে ডোরিস লেসিং হলেন এগারোতম।
0 Review(s) for দ্য গ্রাস ইজ সিংগিং